নতুন সরকারের মন্ত্রীপরিষদে আবারও পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আশা ব্যক্ত করেছেন সাইমন কভনি। তবে মন্ত্রীত্ব পাওয়ার জন্য তিনি কোন ধরণের তদবির করছেন না বলে জানিয়েছেন।
জনাব কভনি বলেন, "আমি সবসময় আন্তর্জাতিক রাজনীতি ও বিদেশ নীতির উপর কাজ করতে পছন্দ করি।"
আজ আরটিই'র রিপোর্টার সারা মেক'নারনির সাথে কথা বলার সময় কভেনি বলেন, "মন্ত্রীত্ব ভাগাভাগির প্রশ্নে জোট সরকারের ভিতর সমঝোতার ভিত্তিতে নাম ঘোষণা করা হবে, যে সিদ্ধান্ত আসবে আমি তাকে স্বাগতম জানাবো।"
জনাব কভেনি আশাবাদী যে ফিনা গেইল, ফিনা ফল ও গ্রীণ পার্টির নেতৃত্বে যে সরকার গঠিত হচ্ছে তা দেশের প্রয়োজনে অর্থনীতির পুনর্গঠনে জরুরী পদক্ষেপ গ্রহণ করবে এবং স্থিতিশীল রাজনীতির পরিবেশ নিশ্চিত হবে। সরকার উচ্চাবিলাসী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়ে সামনে এগুতে চাচ্ছে, তবে ব্যাপক জনসমর্থ নিয়ে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। নতুন সরকারের জন্য আগামী ১২ মাসের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ৩০০,০০০ থেকে ৪০০,০০০ মানুষকে পুনরায় কাজে ফেরানো।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক