আজ বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের সংসদ অধিবেশনে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভে সক্ষম হয়েছে আয়ারল্যান্ড। পশ্চিমা বিশ্বের অপর দুটি দেশ নরওয়ে ও কানাডার সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় আয়ারল্যান্ড।
সদস্যপদ অর্জনের জন্য জাতিসংঘের এক তৃতীয় ভোটারের সমর্থন প্রয়োজন ছিল অর্থাৎ ১২৮ ভোট। আয়ারল্যান্ড তাদের আঞ্চলিক গ্রুপে প্রয়োজনীয় ১২৮ ভোট পেয়ে বিশ্ব দরবারে তাদের নিজেদের গ্রহনযোগ্যতার অনন্য নজির স্থাপন করলো। নরওয়েও ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তবে অপর পশ্চিমা দেশ কানাডা মাত্র ১০৮ ভোট পেয়েছে।
আয়ারল্যান্ড তাদের নিজেদের ভোট বাক্সে ১২৮ টি ভোট পেয়েছে অন্যদিকে কানাডা মাত্র ১০৮টি ভোট পেয়েছে।
ভারত ও মেক্সিকো নির্বাচিত হয়েছে তাদের নিজেদের আঞ্চলিক গ্রুপে।
আয়ারল্যান্ডের এই সাফল্যের পেছনে আইরিশ সরকার ও তাদের ফরেন এফেয়ার্স বিভাগের কূটনৈতিক তৎপরতা বিশেষ ভুমিকা পালন করেছে।
নিউইয়র্ক থেকে খুশির সংবাদ আসার পর আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভনি এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন এই বিজয় আইরিশ জনগকে বিশ্ব দরবারে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে, জাতিসংঘে এখন নির্যাতিত মানুষের প্রতিনিধিত্ব করবে আয়ারল্যান্ড।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক