বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দলনে একে একে শামিল হচ্ছে আয়ারল্যান্ডের সবকটি কাউন্টি।

যুক্তরাষ্ট্রের সাবেক বাস্কেট বল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বর্ণবাদ বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে গত শনিবার তুলামোড়ের ও'কনেল স্কয়ারে প্রায় ৩০০ লোক জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে "Black lives matter", "Stop systematic Racism all over the world", "End direct provision" সমাবেশটির প্রধান সম্বনয়কারী অয়সি ও'ডয়ার আশানুরূপ জনসমাগমে উচ্ছ্বসিত হয়ে বলেন, "স্থানীয় কমিউনিটিতে সবাই উপলব্ধি করেছেন যে বর্ণবাদের কোন স্থান আমাদের সমাজে নেই তাই দল মত নির্বিশেষে সবাই চলমান আন্দোলনের সাথে নিজেদের সংহতি প্রকাশ করেছেন"। উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে অধিকাংশই ছিল বয়সে তরুণ তারা স্বাস্থ্যবিধি মেনে মুখ মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে সমাবেশে যোগদান করেন।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক