ইউরোপ, আমেরিকা উন্নত বিশ্বের বিভিন্ন শহরে দেখতে পাবেন গৃহহীন (Homeless) লোকজন যা আমাদের দেশের স্বাভাবিক চালচিত্র। করোনা ভাইরাসে উদাহরণস্বরূপ ডাবলিনে যেসব গৃহহীন লোকদের দেখা যায় তাদের সংখ্যা একটুও কমে নাই! এইখানে অবাক হতে হয় তাইনা ?!

এইসমস্ত ভাসমান লোকজন যেখানে সবচাইতে ঝুঁকির মধ্যে শহরের এক কোনা থেকে অন্য কোনায় ঘুরে বেড়ায় সারাদিন এবং অবাধে ওদের লোকজনের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে, ওদেরকে দেখলাম না করোনা ভাইরাসে তেমনভাবে কোন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে! মনে হয় ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আট দশজনের থেকে বেশি!!

গৃহহীন লোকদের একেকজনের জীবনকাহিনী একেকটা বড় ধরনের কাহিনী নিয়ে বিজরিত। এদের জীবনে ঘটেছে অনেক করুণ এবং অদ্ভুত ঘটনা। যেমনটা আমাদের দেশের ভাসমান লোকদের জিজ্ঞাসা করলেই অনেককিছু জানতে পারবেন নিঃসন্দেহে।

Traveller Community (যাযাবর/ভাসমান সম্প্রদায়) কে আমরা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামে চিনি বা জানি, তবে ওদের "Gypsy People" বলে একটা সাধারন নাম রয়েছে।

উদাহরণস্বরূপ আয়ারল্যান্ডে (Irish Traveller/Gypsy), ইউকে সহ অন্যান্য দেশে Gypsy দের যারা Caravan (ভাসমান চলমান বসবাসযোগ্য গাড়ি) তে ওদের থাকতে দেখা যায় এবং ওদের ঘোড়া গাড়ি এবং ঘোড়ার ব্যবসাসহ, মাদক, অস্ত্র ইত্যাদি কাজে জড়িত থাকতে দেখা যায়।

সাধারন জনগন যারা Settler বা স্বাভাবিক সাধারন জনগনের মতো আবাসিক এলাকায় বসবাস করে তাদের অনেকের মাঝে একটা "অশ্চুৎ" চিন্তা-ভাবনা থাকে Homeless এবং Gypsy দের বিরুদ্ধে (যা মোটেও শোভনীয় নয়)। Gypsy দের মধ্যে অনেকেই ভালো রয়েছে তবে Romanian Gypsy দের মতো রয়েছে তাদের থেকে আমরা সাবধানে থাকি।

Oxford Dictionary তে "Gypsy" শব্দের অর্থটা অত্যান্ত ষড়যন্ত্রমুলক এবং অসত্য! সেখানে এশিয়া থাকা আগত লোকদের একাংশকে Gypsy বলে রোমানিয়ানদের সাথে মেলানো হয়েছে! যা মোটেও সত্য নয়।

Gypsy কে ইংরেজীতে বলে "A member of a travelling people traditionally living by itinerant trade and fortune telling." (itinerant trade শব্দের অর্থ হলো যারা যাযাবরভাবে ব্যবসা করে) মুলতঃ এরা স্বাধীনসত্তায় বিশ্বাসী জাতি যাদের একদম নিজস্ব সংস্কৃতি, আধ্যাত্মিকতা, আভ্যান্তরিন সামাজিকতা রয়েছে এবং এরা মোটেও একটি নির্দিষ্ট জায়গা স্থিরভাবে বসবাস করে না। এদের এই ধরনের জীবনযাপনের জন্যে ওদেরকে আমরা খারাপ বলতে পারি না।

একটু পরিসংখ্যান দেখা যাকঃ

উন্নত দেশ আমেরিকার United States Department of Housing and Urban Development's Annual Homeless Assessment Report এর ২০১৮ সালের পরিসংখ্যান মতে প্রায় ৫,৫৩,০০০ জনগন গৃহহীন যা আমেরিকার জনগনের মধ্যে ০.১৭%!

ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির অবস্থা শোচনীয়, প্রায় ৮৬০,০০০ জনগন গৃহহীন যা ২০১৪ সাল থেকে ১৫০% হার বৃদ্ধি পেয়েছে!

আর ইংল্যান্ডের ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী ২,৮০,৫১৭ জন গৃহহীন রয়েছে।

Focus Ireland এর পরিসংখ্যান মতে (২৬শে এপ্রিল ২০২০) আয়ারল্যান্ডে মাত্র ৯,৩৩৫ জন গৃহহীন জনগন রয়েছে যা ১৬৬% বৃদ্ধি পেয়েছে এপ্রিল ২০১৫ সালের তুলনায়।

আর আমাদের দেশের কথা বল্লে প্রথম আলোর ২০১৯ এর রিপোর্টে জানা যায় প্রায় ৫০ লক্ষাধিক জনগন গৃহহীন আর বেশীরভাগ মাটির ঘরে বসবাস করে।

এশিয়ার বেশীরভাগ দেশগুলোই এক একটি জনবহুল এবং কিছুটা হলেও গরীব দেশ (যদিও অনেক দেশ উন্নয়নের পথে হাটছে) তাও গৃহহীন সমস্যা থাকাটা স্বাভাবিক।

প্রশ্ন থাকে উন্নতদেশে গৃহহীন লোকজন কেন রাস্তায় ঘুরে বেড়ায়?

উন্নত বিশ্বের দেশগুলো এত সমৃদ্ধ অর্থসম্পদে এবং সামাজিক অবকাঠামোগতভাবে তারপরেও গৃহহীন আর যাযাবর লোকজন কেন দেখতে পাওয়া যায় এবং এদের চিরস্থায়ী সমাধানের লক্ষ্যে বাসস্থানের ব্যবস্থা কেন করা হয় না তা নিয়ে অনেকেই প্রশ্ন এবং সন্দিহান থাকে।

মুলতঃ পশ্চিমাবিশ্বের অনেক দেশে "সামাজিক ভাতা" ব্যবস্থা থাকায় "Right of Choice not to Work" এর দৃষ্টিভঙ্গি রয়েছে আবার অনেক গৃহহীনরা ইচ্ছাকৃতভাবে গৃহহীন থাকতে ভালোভাসে বলে শোনা যায়! এই কথা কতটুকু সত্য?!

গৃহহীনদের মধ্যে মানসিক সমস্যায় জর্জরিত, নিষিদ্ধ নেশাজাতীয় ঔষধসেবন, অত্যাধিক মদ্যপান শহুরে পরিবেশে ভাসমান হিসাবে দেখা যায় যাদের মধ্যে দোকানে চুরি, রাস্তায় বিকৃতভাবে বিভিন্ন মধুর উচ্চারণে গালিগালাজ, ময়লা জামাকাপড় পরিধান করে চলাফেরা যা পুরাটাই অসংলগ্ন স্বাভাবিক জীবন থেকে।

শহরে পুলিশ (Garda) এদের অপরাধ ধরতে সময় ক্ষেপন করেন দেশের আসল White Collar অপরাধীদের না ধরে! এটা কি প্রশ্নবিদ্ধ নয়?

গৃহহীন লোকজন শহরে অবাধে চলাফেরা করলে দোকানে সিকিউরিটি ক্যামেরা এবং নিরাপত্তা রক্ষী লাগবে যা বিশেষ কম্পানির পণ্য এবং পেশা টিকে থাকে! এটাও কি প্রশ্নবিদ্ধ নয় ?

সমাজে গৃহহীনদের সমস্যা বাচিয়ে রেখে এক প্রকার NGO দের, রাজনীতিবিদদের আর বিভিন্ন বিশেষ পেশার লোকদের চাকুরী ধরে রাখা নয় কি?

অনেকে আবার মুখস্থ Marxist দের মতো বলে উঠবে Capitalist Society তে গৃহহীন লোকজন থাকবেই এবং সংখ্যা দিন দিন বাড়বেই, সমাধানে দরকার Utopian মানে Socialist Society দরকার ইত্যাদি ইত্যাদি!! অতীতে Communist / Socialist দেশগুলোর চিত্রে কি আমরা পুরাপুরি গৃহহীনদের সমাধান ছিলো?! প্রশ্ন রইলো!

যারা আবাসিক এলাকায় বসবাস করেন তারা Gypsy দের ওদের এলাকায় বসবাস করতে দেন না, কৌশলগতভাবে কি গৃহহীন এবং Gypsy দের দুরে সরিয়ে রাখা হয় বিভিন্ন মিডিয়ায় প্রচারের মাধ্যমে এটাও কি প্রশ্নবিদ্ধ নয়?

ধরুন গৃহহীনদের আবাসন সমস্যা পাকাপাকিভাবে মিটে গেল আর Gypsy রা নির্দিষ্ট এলাকা কেন্দ্রীক বসবাস করা শুরু করলো আর কোন অপরাধ এদের খুঁজে পাওয়া গেল না, তাহলে দেখবেন কত ধরনের পেশা এবং নিরাপত্তার পণ্যের বাজার বন্ধ বা মুখ থুবরে পড়বে! একটু ভেবে দেখুন!!

ধনী গরিব দেশের ব্যাপার নয় "সমস্যা টিকিয়ে/বাচিয়ে রাখাটা" তাহলে একটি বিশাল বাণিজ্যিক ধান্ধা!!

সমীর কুমার ধর
ডাবলিন, আয়ারল্যান্ড