নির্ধারিত সময়ের আগেই দেশের সকল হেয়ার ড্রেসার খুলে দেয়ার জন্য পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী লিও ভারাতকার নিশ্চিত করেছেন যে এই সপ্তাহেই সীদ্ধান্ত নেয়া হবে নির্ধারিত সময়ের আগেই সেলুন পুনরায় খুলে দেয়ার ব্যাপারে।

সরকারের লকডাউন শিথিলতার বর্তমান রোডম্যাপ অনুসারে সেলুন, হেয়ার ড্রেসার খুলে দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছিল জুলাই মাসের ২০ তারিখে। প্রধানমন্ত্রী বলেন, হেয়ার ড্রেসার ও সেলুন খুলে দেওয়ার জন্য অসংখ্য লোক আমাদের ফোন করছেন।

আজ RTE FM ব্রেকফাস্ট শোতে কথা বলার সময় প্রধানমন্ত্রী লিও ভারাতকাকে প্রশ্ন করা হয়েছিল, কেন কিছু কিছু ক্ষেত্রে লকডাউন খুলে দেয়ার রোডম্যাপে আপনারা পরিবর্তন আনছেন অর্থাৎ সময়ের আগেই খুলে দিচ্ছেন?

উত্তরে প্রধানমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রত্যাশার চেয়ে বেশী সাফল্য পেয়েছি যা রোডম্যাপ পরিবর্তনে করতে আমাদের সাহস যোগাচ্ছে। আমরা আগে থেকেই বলে আসছিলাম যদি ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, হাসপাতালে রোগীর সংখ্যা ব্যাপকহারে হ্রাস পায় তাহলে লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা এগিয়ে আনবো। প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ টনি হলোহান ও ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সী টিমের (NPHET) সহকর্মীদের সাথে কথা বলে আমরা ঐক্যমতে পৌছেছি যে লকডাউন খুলে দেয়ার সর্বশেষ পঞ্চম ধাপ যেটি আগস্টের মাঝামাঝি নির্ধারণ করা হয়েছিল এই মুহূর্তে মনে হচ্ছে তা এগিয়ে নিয়ে আসা যুক্তিযুক্ত। এই সপ্তাহেই আমরা পূর্ব পরিকল্পনা থেকে সরে এসে অনেক প্রতিষ্ঠান খুলে দিয়েছি এবং জুলাইর মাঝামাঝিতে লকডাউন খুলে দেয়ার পঞ্চম ধাপ বিলুপ্ত করে পুরোদেশ পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করছি।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক