করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে আইরিশ পুলিশেকে দেয়া বিশেষ ক্ষমতা কেড়ে নিচ্ছে সরকার। গতকাল সোমবার থেকে লকডাউন শিথিলতার দ্বিতীয় ধাপ হিসেবে যে কেউ ২০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারবে।
নিজ কাউন্টির ভিতরে যেকোন যায়গায় ভ্রমণেরও অনুমতি দেয়া হয়েছে, যদি তা ২০ কিলোমিটারের বেশী হয় তবু্ও ভ্রমণকারীরা পুলিশি বাধার সম্মুখীন হবেনা না যা পূর্বে ছিল ৫ কিলোমিটার পর্যন্ত। গত মঙ্গলবার পুলিশ তাদের বিশেষ ক্ষমতা আইন ২৮৯ বার প্রয়োগ করেছে এবং জুনের ব্যাংক হলিডের ছুটির দিনে আইন ভঙ্গের ৬টি অভিযোগ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে। বিশেষ ক্ষমতা আইন কেড়ে নেয়ার পুলিশ (গার্ডা) এখন আর আগের মতন আইন ভঙ্গের অভিযোগে কাউকে অপরাধী সাব্যস্ত করে গ্রেফতার করতে পারবে না।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন ২০ কিলোমিটারের বেশী ভ্রমণ করতে এখনো লোকজনকে নিরুৎসাহিত করা হবে / বাধা দেয়া হবে তবে কাউকে গ্রেফতার করা হবেনা। তবে এখনো পুলিশ জনসমাগমে বাধা দিতে পারবে।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক