ন্যাশনাল কার টেস্ট সেন্টার (NCT), থিওরী টেষ্ট সেবাসহ ন্যাশনাল ড্রাইভার লাইসেন্স সার্ভিসও আগামীকাল থেকে খুলে দেয়া হচ্ছে। এই বছর লকডাউনের পূর্বে যাদের গাড়ি এনসিটি টেষ্টে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে প্রথমে অগ্রাধিকার দিয়ে সরকারের এই সেবা সংস্থাটির কার্যক্রম চালু হচ্ছে।

সারা দেশের বিভিন্ন কাউন্টিতে মোট ১৫টি এনসিটি সেন্টার আগামীকাল থেকে খুলছে বাকী সেন্টারগুলোও দুই সপ্তাহের ব্যবধানে খুলে দেয়া হবে এ ব্যাপারে বিস্তারিত আপডেট ওয়েব সাইটে পাওয়া যাবে https://www.ncts.ie/ থেকে। ৪৩ টি থিওরী টেস্ট সেন্টার খুলছে আজ থেকে। যারা থিওরী টেষ্টে উত্তীর্ণ হয়েছিলেন শিক্ষানবিশ লাইসেন্সর জন্য তারা আবেদন করতে পারবেন তাছাড়া যাদের লাইসেন্স হারিয়ে গেছে তারাও নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। প্রাকটিক্যাল ড্রাইভিং পরীক্ষা সুবিধা এখনি চালু হচ্ছেনা, কেননা ব্যবহারিক পরীক্ষায় এই মুহূর্তে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবেনা। পরিবহন মন্ত্রী শেইন রোজ বলেন, "আমরা চেয়েছিলেন বাস, লরি ও কারের জন্য ব্যবহারিক পরীক্ষা চালু করতে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে এই মুহূর্তে সেবাটি চালু করা সম্ভব হচ্ছেনা"।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক