জাস্টিস মিনিস্টার চার্লি ফ্লানাগান বলেন, ডিরেক্ট প্রভিশন সিস্টেম নিয়ে অনেক কথা হচ্ছে, এই পদ্ধতির কোন সংস্কার করতে গেলে মূলত পুরো ডিরেক্ট প্রভিশন সিস্টেমই বিলুপ্ত করে দিতে হবে।

তিনি আরও বলেন, "বর্তমান কভিড-১৯ পরিস্থিতিতে ডিরেক্ট প্রভিশন সিস্টেম নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে খুশি নই, আমার সহকর্মী মন্ত্রীপরিষদ সদস্য স্ট্যানটন খুশি নয় স্বয়ং প্রধানমন্ত্রী লিও ভারাতকারও খুশি নয়। বস্তুত কেউই বর্তমান ডিরেক্ট প্রভিশন সিস্টেম নিয়ে খুশি নয়।

এমন পরিস্থিতিতে আমাদের কি করণীয় বা কি করতে পারি তা নিয়ে ভাবতে গেলে কোন সমাধান বেড় করা বড় মুশকিল। তবে এটুকু বলতে পারি ডিরেক্ট প্রভিশন সিস্টেম বিতর্কিত হওয়ায় অচিরেই তা বিলুপ্ত করা হবে তবে কখন করা হচ্ছে তা এই মুহূর্তে সুস্পষ্ট করে বলা যাচ্ছেনা। সরকার গঠন করার পরই এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।"

আজ RTE রেডিও'র সাথে সাক্ষাৎকারে জাস্টিস মিনিষ্টার চার্লি ফ্লাগান্যান এসব কথা বলেন।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক