আয়ারল্যান্ডের লকডাউন খুলে দেয়ার রূপরেখায় নাটকীয় পরিবর্তন আসছে। আগামী সোমবার থেকে নিজ নিজ কাউন্টির ভিতরে যেকোন যায়গায় ভ্রমণে সাধারণ জনগণকে পুলিশি বাধার সম্মুখীন হতে হবেনা।
আজ মন্ত্রীসভার বৈঠকে এই সীদ্ধান্ত নেয়া হয়, পাশাপাশি ধাপে ধাপে লকডাউন খুলে দেয়ার যে পরিকল্পনা নিয়েছিল সরকার, এখন সেই অবস্থান থেকে সরে এসে দ্রুতই সবকিছু খুলে দেবার কথা বিবেচনা করছে। বাসা থেকে ৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের যে অনুমতি ছিল আজ পুনরায় সে ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা ২০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে প্রত্যেকে তাদের নিজ নিজ কাউন্টির ভেতরে যেকোন স্থানে ভ্রমণ করতে পারবেন সেটা যদি নিজ বাসা থেকে ২০ কিলোমিটারের বেশী হয় তাহলে কোন বাধা দেয়া হবেনা।
অগ্রীম লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা হিসেবে হোটেল, বেড এন্ড ব্রেকফাস্ট এই মাসের শেষের দিকে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হোটেল, রেস্তোরাঁর ভেতরে খাবার সরবরাহের জটিলতা এড়ানোর জন্য দুই মিটার সামাজিক দূরত্ব বজায় রাখার পূর্বের নির্দেশিকা শিথিলিকরণ করা হতে পারে। নির্দিষ্ট সময়ের আগেই পান্থশালা খুলে দেয়ার কথা বিবেচনা করছে সরকার, তাছাড়া ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেয়ার কথাও ভাবা হচ্ছে। আইরিশ টাইমসের কাছে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানানো হয়েছে ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সী টিম সরকারের কাছে প্রতিবেদন দাখিল করেছেন এই মর্মে যে, 'নির্ধারিত সময়ের আগেই সবকিছু খুলে দেওয়া যেতে পারে অথবা পূর্বের পরিকল্পনা অনুসারে ধাপে ধাপে সবকিছু খুলার চেয়ে কিছু কিছু প্রতিষ্ঠান অগ্রীম খুলে দেয়ার কথা বিবেচনা করা যেতে পারে।
শপিং সেন্টারগুলো এই মাসের ১৫ তারিখে খুলে দেয়া হবে, সাধারণ জনগণকে শপিং সেন্টারের ভেতরে খাবার সরবরাহকারী ষ্টোরে এক সাথে বেশী সংখ্যক লোকের ভীড় না করার জন্য বলা হয়েছে। বাসাবাড়িতে সর্বোচ্চ ৬ জন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন আগে যেটা চারজনে সীমাবদ্ধ ছিল।
বাসার বাহিরে একসাথে ছয় জন মিলিত হতে পারবেন, খেলাধুলার ক্লাবগুলো খেলোয়াড়দের মধ্যে নূন্যতম দুরত্ব বজায় রেখে অনুশীলন চালিয়ে যেতে পারবে।
গ্রীষ্মকালীন ভ্রমণ বা সামার ক্যাম্প করা যাবে বর্তমান নির্দেশিকা মেনে।
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক