আজ আইরিশ পার্লামেন্টে বিরোধী দলীয় এক সাংসদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী লিও ভারাতকার বলেন, "৩৫০ ইউরো পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) চালু করেছিল ফিনে গেইলের নের্তৃত্বে বর্তমান সরকার"।
তিনি আরো বলেন, শিনফিন বর্তমানে ক্ষমতায় রয়েছে নর্দান আয়ারল্যান্ডে, নর্দান আয়ারল্যান্ডের নাগরিকরা প্রতি সপ্তাহে পাচ্ছে মাত্র ১০০ পাউন্ড এবং স্পেনের নাগরিকরা প্রতি সপ্তাহে পাচ্ছে মাত্র ১২৫ ইউরো। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আয়ারল্যান্ডের পেমেন্টটি অনেক বেশি।
যারা পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) চালুর পূর্বে ফুল টাইম কাজ করেছে, তাদের ক্ষেত্রে PUP ৩৫০ ইউরোই বলবৎ থাকবে।
কিন্তু যারা PUP শুরুর পূর্বে পার্ট টাইম কাজ করেছে তারা ৩৫০ ইউরো নাও পেতে পারে। তবে তারা পার্টটাইম কাজ করে যা পেত, পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট তার চেয়ে বেশি-ই হবে।
যেহেতু আগামী সপ্তাহে পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) এর মেয়াদ শেষ হচ্ছে, তাই আগামীকাল শুক্রবার, ৫ই জুন লিও ভারাতকারের সরকার পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট এর মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিবে।
মিঃ ভারাতকার তার বক্তব্যে নিশ্চিত করেন PUP এর মেয়াদ কয়েক সপ্তাহের জন্য নয়, মাসের জন্য বৃদ্ধি করা হতে পারে, যদিও তিনি বলেননি কয় মাসের জন্য তা বৃদ্ধি করা হবে।
নাসির আহামেদ
প্রকাশক ও সম্পাদক