আয়ারল্যান্ডে বসবাসরত নন ইউরোপীয়ান দেশের নাগরিক কোন ইউরোপীয়ানকে তাদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে এদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি মিলে, তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দাম্পত্য জীবন চালিয়ে যেতে হয়।
কোন কারণে ইউরোপীয়ান জীবনসঙ্গী যদি তার নন ইউরোপীয়ান সঙ্গীকে ফেলে আয়ারল্যান্ড থেকে চলে যান, তাহলে আয়ারল্যান্ডে থেকে যাওয়া নন ইউরোপীয়ান নাগরিক যিনি এদেশে বসবাসের অনুমতি পেয়েছিলেন তার সেই অধিকার কেড়ে নেওয়া হয়।
গত বছর ১০ই ডিসেম্বর চেঞ্চলীয়া (আবেদনকারীর নাম) বনাম মিনিস্টার অব জাস্টিসের একটি মামলা(রেফারেন্স নাম্বার- 2019-IEHC735) হাই কোর্টের নজরে নিয়ে আসা হয়। আবেদনকারীর পক্ষে আদালতে প্রতিনিধিত্বকারী ব্রাকলী সলিসিটরস্ চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তার মক্কেলকে আয়ারল্যান্ড ত্যাগে বাধ্য করা হবে বে-আইনী, অমানবিক ও সংবিধানের সাথে সাংঘর্ষিক।
হাইকোর্টর একটি ব্রেঞ্চ বিভিন্ন যুক্তি তর্ক ও ইমিগ্রেশন ধারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, "যেহেতু ইউরোপীয়ান নাগরিকের জীবনসঙ্গী হিসেবে নন ইউরোপীয় নাগরিক ইমিগ্রেশন সংক্রান্ত নির্দেশিকা মেনেই এদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছেন তাই, অনুচ্ছেদ ১৫'র নির্দেশিকা, অনুচ্ছেদ ৩০ ও ৩১'র পদ্ধতিগত নীতি অনুসরণ করে কোনপ্রকার আত্নপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আবেদনকারীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে আয়ারল্যান্ড ত্যাগে বাধ্য করা যাবেনা"।
এই রায়ের ফলে অসংখ্য আবেদনকারী তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আত্নপক্ষ সমর্থনের সুযোগ পাবেন পাশাপাশি পূর্বে যাদেরকে আয়ারল্যান্ড ত্যাগে বাধ্য করা হয়েছে সেগুলো অনৈতিক ও অবৈধ পন্থা অনুসরণ করে করা হয়েছে বলে গন্য হবে।
উৎসঃ https://berkeleysolicitors.ie
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক