আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাতকার নিশ্চিত করেছেন যে আগস্টের শেষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো পুনরায় চালু করা হবে। আজ শুক্রবার মন্ত্রীপরিষদ এর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু করা হবে।

তিনি বলেন সরকার উপলব্ধি করেছে যে "বিদ্যালয়গুলো পুনরায় চালু করা একেবারে ঝুঁকিমুক্ত এমনটা নয় তবে কম ঝুঁকিপূর্ণ।"

জনাব ভারাতকার বলেন বিদ্যালয়গুলো চালু হবার পর প্রথমদিকে প্রতিটি ছাত্রকে প্রতিদিন পুরো ক্লাসে উপস্থিত করানো হয়তো সম্ভব হবেনা তবে আস্তে আস্তে বিদ্যালয় অভিমুখে শিক্ষার্থীদের প্রত্যাবর্তন ঘটবে। বিদ্যালয় পুনরায় তড়িঘড়ি করে চালু করার পূর্বে অনেকেই হয়তো পুনরায় চালুকরার জন্য গৃহীত পরিকল্পনা জানতে চাইবেন। এরকম প্রশ্নের প্রতিউত্তরে প্রধানমন্ত্রী বলেন আমাদের বিভিন্ন জরিপ ও পরিসংখ্যানের উপর ভিত্তি করেই আমিরা এই সীদ্ধান্ত নিতে পারি। প্রধানমন্ত্রী আরও বলেন যে এই মুহূর্তে যদি কেউ বলেন পুরোদেশ খোলে দেয়া হউক তাহলে আমি বলবো এটি খুব ঝুঁকিপূর্ণ ও আনাড়ি সিদ্ধান্ত হবে।

ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক