করোনা যুদ্ধে অগ্রগতি সাধনে খুশির সংবাদ নিয়ে এসেছে দেশের স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত ৯০% রোগী পুরোপুরি সুস্থ্য হয়ে স্বাভাবিক চলাফেরা করছেন। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সী টিম (NPHET) গতকাল সংবাদ এক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রধান মেডিক্যাল অফিসার ডাঃ টনি হলোহান বলেন, "করোনা নিয়ন্ত্রণে ৯০% রোগীর সুস্থতা আমাদের জন্য স্বস্তিদায়ক" ভাইরাস দমনে আমাদের গৃহীত পদক্ষেপগুলো এখনই বন্ধ করে দিতে চাইনা, কভিড-১৯ একটি নতুন ব্যাধি। তিনি বলেন "করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রাথমিক সময়ের চেয়ে বর্তমান সময়ে আয়ারল্যান্ড ও বিশ্ববাসী এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। এখন আমরা জানি হাত ধৌত করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং কখন আইসোলেশনে যেতে হবে তাও জানি।
স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস বলেন "সবার সম্মিলিত প্রচেষ্টায় ভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।" স্বাস্থ্যবিধি মেনে চলা আর অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার মধ্যদিয়ে পরিস্থিতি আরও উন্নয়ন ঘটানো সম্ভব। সবচেয়ে খুশির বিষয় হলো আমাদের দেশের অধিকাংশ জনগণ সচেতন হয়েছেন ও ভাইরাস নিয়ন্ত্রণে তাদের করণীয় বুঝতে পেরে সেভাবেই জীবন যাপনে অভ্যস্ত হচ্ছেন।"
গত দুই সপ্তাহের মধ্যে আক্রান্ত রোগীর সুস্থ্যতার হার ৬% বৃদ্ধি পেয়েছে। ১৩ই মে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ৮৪% রোগী যারা কভিড-১৯ পজেটিভ ছিলেন তারা সবাই পুরোপুরি সুস্থ্য। ১৩ই মে পর্যন্ত ১৯,৪৭০ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন এখন এই সংখ্যা এসে দাড়িয়েছে ২২,০৮৯ জনে। গতকাল টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, "সুস্থতার হার গত দুই সপ্তাহের চেয়ে আরও বেশী বৃদ্ধি পেয়েছে যা আয়ারল্যান্ডের জন্য খুশির সংবাদ।"
৮৯.৭% রোগী যারা কভিড-১৯ পজেটিভ ছিলেন তাদের অনেকেই বাসায় থেকে সুস্থ হয়েছেন, আবার অনেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। উক্ত ২২,০৮৯ জন আক্রান্ত রোগী এখন পুরোপুরি সুস্থ। আয়ারল্যান্ডে এখন পর্যন্ত ২৪,৮০৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দূর্ভাগ্যবশত ১,৬৩১ জন প্রাণ হারিয়েছেন।
অনুবাদ করা হয়েছে আইরিশ পোষ্ট থেকে
ওবায়দুর রহমান রুহেল
বার্তা সম্পাদক