আইরিশ নাগরিক যারা বিদেশে অবস্থান করছেন তাদের দেশে ফিরতে হলে বিমানবন্দরে "কভিড-১৯ পাবলিক হেলথ পেসেঞ্জার লকেটর ফর্ম" পূরণ করতে হবে, পর্যটকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। আগামী বৃহস্পতিবার থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হচ্ছে।

ফর্ম পূরণের এই নতুন নির্দেশনা আগামী ১৮ই জুন পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে, পরবর্তীতে এটা নবায়নের জন্য স্বাস্থ্য বিভাগ পর্যালোচনা করে খতিয়ে দেখবে। সরকার দেশের জনগণকে অপ্রয়োজনীয় কাজে বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে আসছে এবং একই সময়ে বিদেশ ফেরত সকল নাগরিকদের জন্য ১৪ দিনের সেল্ফ আইসোলেশন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস, "এটি একটি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা তবে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

তিনি আরও বলেন "আমরা দেশবাসীকে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণে ক্রামাগতভাবে নিরুৎসাহিত করে আসছি, কোন ভিনদেশী নাগরিক কিংবা বিদেশে অবস্থানরত আইরিশ নাগরিক আয়ারল্যান্ডে ভ্রমণ করতে চাইলে নতুন নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে আর এটা এখন আইনানুগ বাধ্যবাধকতা মধ্যে নিয়ে আসা হয়েছে।"

ওবায়দুল রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে কর্ক বিও ডট আই ই থেকে