আয়ারল্যান্ডে কেভিড-১৯ লক ডাউনের পর থেকে যারা চাকুরিচ্যুত হয়েছেন অথবা যাদের মজুরি কমে গেছে তাদেরকে আইরিশ সরকার প্রতি সপ্তাহে ৩৫০ ইউরো প্রদান করে আসছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ৬ সপ্তাহের জন্য পেমেন্ট করা হবে যা পরবর্তীতে বাড়িয়ে ১২ সপ্তাহে উন্নীত করা হয়।
প্রতি সপ্তাহে ৩৫০ ইউরো আইরিশ সরকার পদত্ত পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) টির মেয়াদ জুন মাসের মাঝামাঝি সময়ে শেষ হয়ে যাবে।
গত মার্চ মাসে যখন পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) টি চালু করা হয়েছিল তখন দ্যা ডিপার্টমেন্ট অব এমপ্লমেন্ট এ্যাফেয়ার্স এন্ড সোশ্যাল প্রোটেকশনে এই পেমেন্টির জন্য ৮,১৫,০০০ এর বেশি আবেদন পত্র জমা পড়েছিল।
সোশ্যাল প্রোটেকশন মিনিষ্টার রেজিনা ডোহার্টি নিশ্চিত করেন, আগামী জুন মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়া ৩৫০ ইউরোর পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) এর মেয়াদ অবশ্যই বর্ধিত করা হবে।
আয়ারল্যান্ডে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে, যাদের বয়স ৬৬ টির বেশি তারা পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (PUP) এর জন্য যোগ্য নন। বিভিন্ন পার্টির এম. পি (TDs) রা বলেছেন, এটি পক্ষপাতমূলক, এবং এই পেমেন্টটি সকল বয়সের লোকদেরকে প্রদান করা উচিৎ।
নাসির আহামেদ