আয়ারল্যান্ডে কেভিড-১৯ লক ডাউনের পর থেকে যারা চাকুরিচ্যুত হয়েছেন অথবা যাদের মজুরি কমে গেছে তাদেরকে আইরিশ সরকার প্রতি সপ্তাহে ৩৫০ ইউরো প্রদান করে আসছে। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ৬ সপ্তাহের জন্য পেমেন্ট করা হবে যা পরবর্তীতে বাড়িয়ে ১২ সপ্তাহে উন্নীত করা হয়।
আয়ারল্যান্ডের অর্থমন্ত্রী পেশকেল ডুনুহ বলেন, "লকডাউন উত্তোলনের প্রথম স্তরে অনেকই কাজে ফিরে যাচ্ছে। ফাইনান্স ডিপার্টমেন্ট গভীরভাবে পর্যবেক্ষন করছে কি পরিমান লোক কাজে ফিরে যাচ্ছে এবং কি পরিমান লোক কোভিড-১৯ পেমেন্ট বন্ধ করার জন্য অনুরোধ করছে।"
মন্ত্রী আরও বলেন, "করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে এই পেমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ যা কিছু সময়ের জন্য চালিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কতটা সময়ের জন্য এই পেমেন্ট চালিয়ে যেতে হবে এবং পেমেন্টের এর পরিমান কি ৩৫০ ইউরোতে থাকা উচিৎ নাকি তা কিছুটা কমানো উচিৎ"
মে মাসের শুরুতে অর্থ মন্ত্রী বলেছিলেন, ১২ সপ্তাহের পরেও এই পেমেন্টটি চালিয়ে যাওয়া হতে পারে কিন্তু ইউরোর পরিমান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফাইনান্স ডিপার্টমেন্টের পর্যবেক্ষনের উপর ভিত্তি করে এবং সোস্যাল প্রোটেকশন মিনিষ্টার রেজিনা ডোহার্থির সাথে আলোচনা করে খুব শীঘ্রই পেনডেমিক আনইমপ্লমেন্ট পেমেন্ট (পাপ) এর মেয়াদ বৃদ্ধি ও এর পরিমান নির্ধারণের উপর সিদ্ধান্ত নেওয়া হবে।
নাসির আহামেদ