কাউন্টি উইক্লো থেকে নির্বাচত শিনফিন টি.ডি জন ব্রাডি বলেছেন, "কভিড-১৯ মহামারী বেকারভাতা ২০২০ সাল পর্যন্ত চালমান থাকুক" জন ব্রাডি বলেন চলমান বেকার ভাতা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে যারা কভিড-১৯ এর কারণে চাকুরিচ্যুত হয়েছেন তাদের পরিবারের দুঃখ দুর্দশা আরও বাড়বে।

জনাব ব্রাডি মনে করেন চলমান এই বেকার ভাতা পুরো ২০২০ সাল পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত।

জন ব্রাউনি বলেন, "আয়ারল্যান্ডে কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে ৬ লক্ষের বেশী মানুষ বেকার হয়ে গেছেন। কর্মজীবী মানুষগুলো ও তাদের পরিবার সাংসারিক ব্যয় নির্বাহ করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন ফলে প্রত্যেকে মানসিক অশান্তির মধ্যে আছেন। এই সকল নিরুপায় মানুষগুলোর জন্য এই মুহূর্তে সরকারি সহায়তার নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে।"

"অর্থমন্ত্রী চলমান কভিড-১৯ বেকারভাতার মেয়াদ জুনের পর আর বাড়াতে চাননা অথবা বাড়ালেও কাটছাঁট করতে পারেন যা বেকার জনগোষ্ঠী ও তাদের পরিবারের জন্য আরও বেশী উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দেখা দিবে।

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে উইকলো নিউজ থেকে