আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাতকার বলেছেন, এটা প্রমানিত অন্যান্য সব কিছুর চেয়ে স্কুল এবং চাইল্ড কেয়ার পুনরায় খুলে দেওয়া সবচেয়ে বেশি নিরাপদ। স্কুল এবং চাইল্ড কেয়ারগুলো আমাদেরকে নিরাপত্ত্বা বজায় রেখে খুলতে হবে।

নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা প্রত্যেকদিন জানতে পারছি, করোনা ভাইরাসে সবচেয়ে কম ঝুকিতে রয়েছে শিশুরা এবং এটি খুব তাৎপর্যপূর্ণ যে শিশুদের কারণে ভাইরাসটি বেশি ছড়ায় না।

তিনি আরো বলেন, সকল দাদা-দাদী/নানা-নানীরা চায় তাদের নাতি/নাতনীদের জড়িয়ে ধরে আদর করতে। আমি মনে করি করোনা নিয়ন্ত্রণে আমরা সঠিক পথেই হাটছি এবং এভাবে চলতে থাকলে আসন্ন গ্রীষ্মেই দাদা-দাদী/নানা-নানীরা তাদের নাতি/নাতনীদের খুব কাছাকাছি আসতে পারবেন এবং আদর করতে পারবেন।

মিঃ হ্যারিস বলেন, আমি অনুভব করতে পারি সকল দাদা-দাদী/নানা-নানীদের কষ্ট, করোনার কারণে তারা কাছে পাচ্ছে না তাদের নাতি/নাতনীদের এবং শিশুরা কাছে পাচ্ছে না তাদের খেলার সাথীদের। স্বাস্থ্যগত নিরাপত্ত্বা এবং জীবন রক্ষার স্বার্থে একে অপরকে কাছে না পাওয়ার বেদানাটুকু মেনে নিতে পারলে করোনা পরবর্তী সময়গুলো অনেক সুখকর হবে। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞার এখন পর্যন্ত কোন পরিবর্তন হয়নি তবে আগামী সোমবার, ১৮ই মে থেকে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হবে।

যে সকল শিশুদের শেখার অক্ষমতা রয়েছে, আয়ারল্যান্ডে তাদের জন্য রয়েছে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান। এই সকল বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরের আগে খোলার কোন পরিকল্পনা নেই, ইন্ডিপেনডেন্ট টিডি ক্যাথিরিন কোনোলির এক প্রশ্নের উত্তরে আইরিশ শিক্ষা মন্ত্রী জো মেক'হিউজ আজ একথা বলেন আইরিশ পার্লামেন্টে।

নাসির আহামেদ