করোনা ভাইরাসের উপদ্রব শুরুর পর থেকে আয়ারল্যান্ডে বিভিন্ন কাউন্টির বাংলাদেশীরা তাদের স্ব স্ব অবস্থান থেকে অনেকেই সাহায্য করে আসছেন।

সেই ধারাবাহিকতায় গতকাল, "কিলকেনী বাংলাদেশী কমিউনিটি" কিলকেনীর 'সেন্ট লুক হাসপাতাল' এর ফ্রন্টলাইন স্বাস্থ্য কর্মীদেরকে মধ্যাহ্নভোজ প্রদান করেন। উল্লেখ্যঃ প্রায় ৬০০ জন স্বাস্থ্য কর্মীকে এই মধ্যাহ্নভোজ প্রদান করা হয়।

মনিরুজ্জামান মানিক