গতকাল আইরিশ সংসদে দাঁড়িয়ে করোনা ভাইরাসের বিস্তার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রধানমন্ত্রী (তিশক) লিও ভারাতকার।
মিষ্টার ভারাতকার বলেন, "গত ফেব্রুয়ারির শেষের দিকে আয়ারল্যান্ডে প্রথম কভিড-১৯ রোগী সনাক্ত হয় যিনি ইতালি ভ্রমণ শেষে আয়ারল্যান্ডে ফিরেছিলেন, এটা ভাবার কোন কারণ নেই যে এর আগে আয়ারল্যান্ডে কোন কভিড-১৯ রোগী ছিলনা, কেননা তখন এই ভাইরাস সনাক্তকরণ কোন উপকরণই ছিলনা আমাদের।
তিনি আরো বলেন, বর্তমান পরীক্ষা পদ্ধতির আলোকে আমাদের মনে হচ্ছে আয়ারল্যান্ডে গত বছর ডিসেম্বর মাসে অথবা এই বছর জানুয়ারি মাস থেকেই কভিড-১৯ রোগীর অস্থিত্ব ছিল। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, "ডিসেম্বর ও জানুয়ারী মাসেও ইউরোপীয়ান দেশগুলোর সাথে চীনের সরাসরি ফ্লাইট সার্ভিস চালু ছিল, আর আয়ারল্যান্ডে সেসব দেশের নাগরিকদের রয়েছে অবাধে বিচরণ বিশেষ করে ফ্রান্স ও ইতালি।আয়ারল্যান্ডে ঠিক কখন করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে তা নিয়ে বিশেষজ্ঞরা বিশদ গবেষণা চালিয়ে যাচ্ছেন, এসব গবেষণা থেকে উঠে আসবে সঠিক দিন তারিখ।"
ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ দ্যা আইরিশ টাইমস্ থেকে