নিউইয়র্ক টাইমসের সাংবাদিক লিমেরিকের বাসিন্দা জনাব মালাচি ব্রাউনি এ বছরের পুলিৎজার পুরুষ্কার জিতে নিলেন। পুলিৎজার পুরুষ্কার হলো আমেরিকা ভিত্তিক সাংবাদিকতা পেশা ও সংবাদপত্রের সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত খেতাম ও সম্মান।

জনাব ব্রাউনির সাথে তাঁর কর্মরত প্রতিষ্ঠান নিউইয়র্ক টাইমসও এই খেতাবের জন্য এ বছর মনোনীত হয়েছে। লিমেরিকের বেডফোর্ডের বাসিন্দা জনাব মালাচি ব্রাউনি এ বছর পুলৎজার পুরুষ্কারের মনোনীত হবার পেছনে অবদান রেখেছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার শাসনব্যবস্থার উপর লিখা ক্রমাগত অনুসন্ধানী রিপোর্টগুলো।

তিনিই একমাত্র লিমেরিকের বাসিন্দা যিনি সাংবাদিকতা পেশায় কৃতিত্ব দেখিয়ে এই খেতাব জিতে নিলেন, লিমেরিকের আরেক বাসিন্দা জনাব ফ্রাংক ম্যাক'কোর্ট পুলিৎজার পুরুষ্কার জিতেছিলেন তবে সাংবাদিকতা পেশার জন্য নয়, তিনি জিতেছিলেন তার লিখা বই এঞ্জেলা'স এশেস'র জন্য।

মালাচি এবং তার টিম তাদের বিভিন্ন শিহরণ জাগানিয়া গল্প, জিবনের ঝুঁকি নিয়ে করা বিভিন্ন রিপোর্টিং ও ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিকল্পনা ইত্যাদি কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। সিরিয়া যুদ্ধে রাশিয়ার বোমাবর্ষণ নিয়ে মালাচির রিপোর্টগুলোও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে লিমেরিক লিডার থেকে