স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ/অধিদপ্তর (HSE) বলছে হাতে গ্লাবস পরিধান করার পরিবর্তে ভালো করে হাত পরিস্কার/জীবাণুমুক্ত করুন। রীতিমতো সতর্কবাণী উচ্চারণ করে HSE বলেছে খাবার কেনার সময় একবার ব্যবহার করে ফেলে দিতে হয় (Disposable) এরুপ গ্লোভস পরিধান করা যাবেনা।

স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (HSE) ন্যাশনাল লিড ফর এন্টিবায়োটিক রেসিস্টেন্স এন্ড ইনফেকশন কন্ট্রলের প্রফেসর মার্টিন কর্মিকান বলেন, "যদি গ্লোভসে করোনা ভাইরাস থাকে তাহলে এটি সহজেই আপনার শরীরে সংক্রমিত হয়ে যাবে"।

গতকাল সকালে এক বিবৃতিতে প্রফেসর কর্মিক বলেন, "অনেকেই দৈনন্দিন জীবনে গ্লোভস ব্যবহার করছেন, কিন্তু এ বছরের হাত 'ধোয়া দিবসে' আমাদের মূল বার্তা ছিল সুপারমার্কেটে কেনাকাটার সময় কিংবা বাহিরের যেকোন কাজে ডিসপোজেবল গ্লোভস পরিধান করা যাবেনা"।

যদি গ্লোভসে ক্ষুদ্র অনুজীব/ব্যাকটেরিয়া থাকে তবে গ্লোভস হাত থেকে খোলার সময় অনায়াসে তা আপনার হাতে সংক্রমিত হতে পারে এবং পরবর্তীতে হাত থেকে নাক, চোখ ও মুখমন্ডলে ছড়িয়ে পড়তে পারে।

  • বারবার হাত ধৌত করার অভ্যাস গড়ে তুলা সবচেয়ে বেশি নিরাপদ
  • এমন কি বিশেষ কাজে যেমন হাসপাতালে গ্লোভস পরিধান করতে হয় সেখানেও গ্লোভস খোলার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধোয়া বাধ্যতামূলক

হাসপাতালে একজন রোগীর জন্য এক জোড়া গ্লোভস এর ব্যবহার করা হয় না। গতকাল আয়ারল্যান্ডের করোনার সর্বশেষ পরিস্থিতির আনুস্টানিক বিবৃতির সময় উপরোক্ত উপদেশগুলো জনস্বার্থে প্রচার করা হয়

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে কর্ক বিও থেকে