আয়ারল্যান্ডে মার্চের ২৭ তারিখ থেকে জারি হওয়া নিষেধাজ্ঞার কিছুটা পরিবর্তন হচ্ছে আজকে মঙ্গলবার, ৫ই মে ২০২০ থেকে। এই পরিবর্তনের কথা ঘোষনা করেছিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতাকর গত শুক্রবার।
নিষেধাজ্ঞার এই পরিবর্তন কুকুনার্সদের** জন্য খুবই তাৎপর্যপূর্ণ যদিও তা সীমিত পর্যায়ে অর্থাৎ কুকুনার্সরা অন্যান্য সকল মানুষের সাথে যোগাযোগ এড়িয়ে চলার শর্তে বাড়ী থেকে বের হতে পারবেন শুধুমাত্র অনুশীলন/গাড়ী চালানোর জন্য এবং এই অনুশীলন ৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
কোভিড-১৯ এর সংকটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কুকুনার্সরা, যাদের বয়স ৭০ এর চেয়ে বেশি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই দুর্বল।
কুকুনার্সদেরকে অনুরোধ করা হয়েছে সপিং সেন্টার অথবা কোন দোকানে না যেতে এবং অন্যান্য লোকদের সাথে সবসময় ২ মিটার দুরত্ব বজায় রাখতে। তাদেরকে আরো অনুরোধ করা হয়েছে নিন্মের করণীয়গুলো চর্চা করে যেতেঃ
- সাবান এবং পানি দিয়ে নিয়মিত হাত ধুতে
- হাঁচি / কাশি দিচ্ছে এমন ব্যক্তির নিকট থেকে কমপক্ষে ২ মিটার অথবা ৬ ফুট দূরত্ব বজায় রাখতে
- চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে
- হাঁচি অথবা কাশি দেওয়ার সময় নাক এবং মুখ, কনুই বাঁকা করে অথবা টিস্যু দিয়ে ঢেকে নিতে এবং তাৎক্ষনিকভাবে টিস্যুটিকে নির্ধারিত ময়লার ঝুড়িতে ফেলে দিতে
- একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার চেষ্টা করতে
- হাটতে বের হওয়ার সময় কোন কিছু স্পর্শ না করতে অথবা কোন ব্যাক্তিকে স্পর্শ না করতে এবং বাড়ী ফিরে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে
- কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হলে অবশ্যই নিজেই সকলের নিকট থেকে আলাদা (Self Isolation) করতে
অনেকের সাথে সহমত পোষন করে স্বাস্থ্য মন্ত্রী সাইমন হ্যারিস স্বীকার করেছেন, "বিভিন্ন ধরনের জটিলতার কারণে কুকুনার্সদের সেবা প্রদানে অনেক বেগ পেতে হচ্ছে।"
গত শুক্রবার লিও ভারাতকার বলেন, "আমাদের জীবযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময় লাগবে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে" লিও ভারতকার করোনা ভাইরাসের সংক্রমন রোধে সকলকে সম্মিলিত ভাবে কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জয়ী আমরা হবই।
যা পরিবর্তন হচ্ছে নাঃ
সামাজিক দুরত্ব আগের মতই চলতে থাকবে। একান্ত প্রয়োজন অর্থাৎ খাবার ক্রয় অথবা ডাক্তারের সাথে সাক্ষাকার ব্যাতিত এখনও সকলকে বাড়ী থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
**কুকুনার্স (Cocooners) কারা?
বয়স্ক ব্যাক্তি যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় (হার্ট ডিজিজ, ডায়বেটিস, কিডনি ডিজিজ, ক্যান্সার, স্বাশ কষ্ট ইত্যাদি) ভুগছেন এবং যাদের সেবার প্রয়োজন।
**কুকুনিং (Cocooning) বলতে কি বুঝায়?
বয়ষ্ক ব্যক্তিদের সামাজিক কার্যক্রম হ্রাস করতে অন্য কোন ব্যাক্তি কর্তৃক গৃহীত সহযোগিতার পদক্ষেপগুলোকেই কুকুনিং বলা হয়।
নাসির আহামেদ