গত শুক্রবার প্রধানমন্ত্রী লিও ভারাতকার আয়ারল্যান্ডের লকডাউন তুলে দেয়ার ব্যাপারে সরকারের বিবেচনাধীন পাঁচ দফা খসড়া প্রস্তাব তুলে ধরেন। সেখানে রেস্তোরাঁ, পান্থশালা খোলে দেয়ার ব্যাপারে দীর্ঘ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

খসড়া প্রস্তাবের পরিকল্পনা অনুযায়ী আসছে জুলাই-আগস্টে এসব প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।

কিন্তু গতকাল বিসনেস, এন্টারপ্রাইস এবং ইনোভেশন মন্ত্রী হিথার হাম্প্রীস ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সরকারের নতুন সহায়তার সুবিধাগুলো বর্ণনাকালে বলেন, "রেস্তোরাঁ ও পান্থশালা খুলে দেওয়ার ব্যাপারে আমাদের জুলাই-আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবেনা যদি পান্থশালার মালিকরা আদর্শ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নতুন উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসেন, বাহিরের উন্মুক্ত স্থানে তাদের ক্রেতাদের সেবা দিতে পারেন তাহলে শীঘ্রই এসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। রেস্তোরাঁর মালিকদের ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে। যদি ভাইরাস সংক্রমণের ঝুঁকি শুন্যের কোটায় নামিয়ে এনে এসব প্রতিষ্ঠান পরিচালিত হয় তাহলে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা কেন?"

ওবায়দুর রহমান রুহেল
সংক্ষিপ্ত ও অনূদিত এক্সট্রা আই ই থেকে