করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে মুলিঙ্গার আঞ্চলিক হাসপাতালের মর্গ থেকে ভুল মৃতদেহ দেওয়ার পরে এইচ এস ই (HSE) তদন্ত শুরু করেছে।

এই ঘটনার জন্য সম্পূর্ণ অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার, ৩রা মে আইরিশ মেইল প্রথম এ খবরটি প্রকাশ করে।

আইরিশ মেইলে বলা হয়েছে, মৃত ব্যক্তির ফিনিউরাল শুরু হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত মৃত ব্যক্তির পরিবারকে এই ভুলের বিষয়ে অবগত করা হয়নি।

এইচ এস ই'র চীফ অপারেশন অফিসার অ্যান ও'কনোর বলেন, "আশা করা হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।"

এইচ এস ই'র (HSE) এক প্রেস ব্রিফিং বলা হয়, "এই ঘটনাটি এখনও তদন্তাধীন এবং বিষয়টি খুবই স্পর্শকাতর ও সমালোচনামূলক। আমরা নিশ্চিত করব মৃত দেহ হস্তান্তরের ক্ষেত্রে আমাদের যে সকল নিয়মনীতি ও পদ্ধতিগুলি রয়েছে তা যেন যথাযথ ভাবে অনুসরণ করা হয় এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনার যেন কোথাও আর পুনরাবৃত্তি না হয়।"

এইচ এস ই'র প্রধান নির্বাহী কর্মকর্তা পল রেইড, সংশ্লিষ্ট পরিবারের কাছে এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

করোনায় আক্রান্ত মৃত দেহে ফিউনারাল ডিরেক্টরদের বডি ব্যাগ ব্যবহারের দরকার হয় না যদিও সম্প্রতি প্রকাশিত HSPC'র এক নির্দেশিকায় ব্যাগ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

নাসির আহামেদ
অনুবাদ করা হয়েছে দি জার্নাল ডট আই ই থেকে