প্রযুক্তির ছোয়ায় আরও বেগবান হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। আয়ারল্যান্ডের চলমান কভিড-১৯ মহামারীর কারণে প্রত্যন্ত অঞ্চলে সেবা কার্যক্রম বিস্তৃতির জন্য স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষ এবার বেছে নিল ড্রোনকে।
মানা এরো নামক কোম্পানীটির সাথে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ যৌথভাবে এই কার্যক্রমের পরীক্ষামূলক সেবা ইতিমধ্যে চালু করেছে। মনীগালের প্রত্যন্ত অঞ্চলে ঝুঁকিপূর্ণ বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ডাক্তারের প্রেসক্রিপশন ও ঔষধ পাঠিয়ে দেয়া হয়েছে ড্রোনের মাধ্যমে। যে ড্রোনকে এ কাজের জন্য বেছে নেয়া হয়েছে তা ওয়েলসের তৈরী।
বৃটিশ সরকারও আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে এই সেবা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বিছিন্ন ছেড়া দ্বীপ যেমন: আইল অব ম্যান সহ অন্যান্য দ্বীপে এই কার্যক্রম চালু করা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লরিডার কেয়ার হোমের বাসিন্দারাদেরও ড্রোনের মাধ্যমে ঔষধ ও প্রেসক্রিপশন পাঠিয়ে দেয়া হবে শীঘ্রই।
ওবায়দুর রহমান রুহেল
সংক্ষিপ্ত অনুবাদ করা হয়েছে বিবিসি থেকে