আয়ারল্যান্ডে নতুন গাড়ির ব্যবসা তলানিতে গিয়ে পৌছেছে গত এপ্রিলে তা ৯৬% কমেছে। পরিসংখ্যান জানান দিচ্ছে এপ্রিলে মাত্র ২৮০ টি কার বিক্রি হয়েছে।
গত মার্চেও ৬৪% বিক্রয় হ্রাস পেয়েছিল। তবে লকডাউনের পূর্বে জানুয়ারী ফেব্রুয়ারিতে বিক্রির হার গতবারের তুলনায় ১২% বেশী ছিল।
আর টি ই ডট আই ই