আয়ারল্যান্ডে কোভিড-১৯ এর জন্য বন্ধক (মর্টগেজ) বিরতি ৩ মাস থেকে ৬ মাসে উন্নীত করা হয়েছে। আয়ারল্যান্ডের প্রধান ব্যাংকগুলোসহ ও অন্যান্য ঋনদাতারা এই নিয়ম অনুসরণ করবে। মার্চ মাসে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩ মাসের জন্য বন্ধকে (মর্টগেজ) বিরতি দেওয়া হয়েছিল।

কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করে আজ সকালে বন্ধক বিরতি ৩ মাস থেকে ৬ মাসে উন্নীত করা হয়। কোভিড-১৯ এর কারণে যারা চাকুরিচ্যুত হয়েছেন অথবা যাদের আয় কমে গেছে শুধুমাত্র তারাই বন্ধক (মর্টগেজ) বিরতির এই সুবিধাটি নিতে পারবেন।

ব্যাংকিং এন্ড পেমেন্ট ফেডারেশন (BPFI) আজ সকালে বলেছে, বন্ধক বিরতির বর্ধিত সময়, অর্থাৎ ৩ মাস থেকে ৬ মাস তাদের সকল সদস্য ব্যাংক সহ প্রধান ব্যাংক এবং ব্যাংক নয় কিন্তু বন্ধক ব্যবসায় জড়িত তাদের ক্ষেত্রেও প্রযেজ্যে হবে।

ব্যাংকিং এন্ড পেমেন্ট ফেডারেশন (BPFI) আরো বলে, ১৮ই মার্চ থেকে শুরু হওয়া এই বিরতিটির মাধ্যমে ইতিমধ্যে ৬৫,০০০ সাধারণ কাষ্টমার এবং ২২,০০০ ক্ষুদ্র এবং মাঝারী উদেক্তাদের এই সুবিধাটি প্রদান করা হয়েছে।

আইরিশ ইন্ডিপেনডেন্ট এর এক প্রতিবেদনে AIB ব্যাংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা কলিন হান্ট বলেন, "সামগ্রিক পরিস্থিতির উন্নতি না হলে বন্ধক বিরতির স্থায়িত্ব আরো বর্ধিত হতে পারে"

এক প্রতিবেদনে ব্যাংকিং এন্ড পেমেন্ট ফেডারেশন (BPFI) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান হাইস আজ সকালে বলেন, "মহামারীটি দীর্ঘায়িত এবং গভীরতর সংকট সৃষ্টি করছে, এই পরিস্থিতিতে আমাদের বাস্তবতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।"

(BPFI) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আরো বলেন, "ব্যাংকিং এন্ড পেমেন্ট ফেডারেশন (BPFI) এর সদস্য ব্যাংকগুলো, BPFI এর বন্ধক বিরতির এই সিদ্ধান্তের প্রশংসা করেন। কোভিড-১৯ এর কারণে আসন্ন সপ্তাহে এবং মাসগুলোতে জনজীবন অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, এই অভূতপূর্ব সময়ে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি নাগরিককে যতটা সম্ভব ছার এবং নিশ্চয়তা প্রদান করা এবং এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।"

উল্লেখ্যঃ যে সকল কাষ্টমার ইতিমধ্যে বন্ধক বিরতি নিয়েছেন তাদের সাথে আসন্ন সপ্তহগুলোতে BPFI এর প্রতিটি মেম্বার ব্যাংক/অন্যান্য ঋনদাতা প্রতিষ্ঠান যোগযোগ করবে বর্ধিত বন্ধক বিরতির বিষয়ে। কাষ্টমারদেরকে তাদের ব্যাংক/ঋনদাতাদের সাথে যোগযোগ করার প্রয়োজন নেই। ব্যাংক/ঋনদাতারাই কাষ্টমারদের সাথে যোগযোগ করবে। প্রথম তিন মাস বিরতি শেষ হওয়ার পূর্বেই প্রতিটি কাষ্টমারের সাথে তাদের ব্যাংক/ঋনদাতারা যোগাযোগ করবে এবং তাদেরকে অবহিত করবে তাদের জন্য কি কি সুযোগ রয়েছে।

নাসির আহামেদ
অনুবাদ করা হয়েছে দি র্জানাল ডট আই ই থেকে