আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার করোনা আক্রান্তদের সেবায় নিজেকে নিবেদন করেছেন অনেক আগেই ডাক্তরি পেশায় ফিরে এসে।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতি সপ্তাহে নিদ্রিষ্ট একটা সময় ডাবলিনের একটি হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন।
আজ ২৮শে এপ্রিল, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে কোভিড-১৯ পরীক্ষার জন্য ফ্রন্টলাইনে এসে সাহায্য করেছেন মিষ্টার ভারাতকার।
মিষ্টার ভারাতকার, আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি দক্ষতার সহিত মোকাবিলা করার জন্য ইতিমধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছেন।
উল্লেখ্য লিও ভারাতকার একজন কোয়ালিফাইড মেডিকেল ডাক্তার এবং রাজনীতিতে আসার পূর্বে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর চিকিৎসক হিসেবে নিবন্ধিত ছিলেন।
ভারাতকারের জন্ম হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। তিনি ট্রিনিটি কলেজে (The University of Dublin) মেডসিনের উপর পড়াশুনা করেন। তার বাবা ইন্ডিয়ান এবং মা আইরিশ।
এবার দেশের এই ক্রান্তিলগ্নে সংকট মুহূর্তে আবার চিকিৎসক হয়ে জনগণের পাশে থাকার ব্রতী হলেন।
মনিরুজ্জামান মানিক