আয়ারল্যান্ডে আজ কভিড-১৯ পরিস্থিতির পর্যালোচনা ও সম্ভাব্য নতুন জোট সরকার গঠন নিয়ে আলোচনা হবে মন্ত্রীপরিষদের বৈঠকে। প্রধানমন্ত্রী লিও ভারাতকার ও স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস দুজনেই ভিন্ন ভিন্ন বিবৃতির মাধ্যমে মন্ত্রীপরিষদের সদস্যদের কভিড-১৯ পরিস্থিতি ও সরকার গঠন প্রক্রিয়ার বিষয়ে অবহিত করবেন।

উল্লেখ্য সরকার গঠণের প্রশ্নে আলোচনার টেবিলে বসতে গ্রীনপার্টি ১৭ টি দাবী সম্বলিত একটি চিঠি পাঠিয়েছেন ফিনা ফল ও ফিনে গেইলের কাছে। দুটি দলই গ্রীন পার্টির ১৭ টি দাবী গভীর মনোযোগ দিয়ে বিবেচনা করছে এবং আজকের মন্ত্রীপরিষদ বৈঠকের পরই গ্রীন পার্টির চিঠির জবাব দেয়া হবে। আগামী শুক্রবার আবার মন্ত্রীপরিষদের বৈঠক ডাকা হয়েছে সেখানে লকডাউনের সময়সীমা বাড়ানো কিংবা শিথিলিকরণের ব্যাপারে সীদ্ধান্ত নেয়া হবে।

ওবায়দুর রহমান রুহেল
সংক্ষিপ্ত ও অনূদিত আর টি ই নিউজ থেকে