গ্রীণ পার্টির প্রধান এমন রায়ান বলেন, আমাদের ১৭ দফা দাবী যৌক্তিক তাই বাস্তবায়নের নিশ্চয়তা চাই। ফিনে গেইল ও ফিনা ফলের সাথে কোয়ালিশন সরকার গঠণের প্রশ্নে ১৭ দফা দাবী ছুড়ে দিয়েছেন গ্রীণ পার্টির নেতা এমন রায়ান।
তাঁর মতে দাবীগুলো অযৌক্তিক নয় এগুলো বাস্তবসম্মত তাই বাস্তবায়নের নিশ্চয়তা চাই তবেই সরকার গঠণে আমরা এগিয়ে আসবো।
আয়ারল্যান্ড কভিড-১৯ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক পরামর্শ ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সাফল্য দেখিয়েছে।
একই ভাবে বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্যের উপর ভিত্তি করে জলবায়ু পরিবর্তনের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়া যেতে পারে।
তিনি আরও বলেন করোনা আমাদেরকে নতুনভাবে শিখিয়েছে কিভাবে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হয়। গত বৃহস্পতিবারে গ্রীণ পার্টির ১৭ দফা দাবী জনসম্মুখে প্রকাশ করা হয়।
প্রধান দাবীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- কার্বন নিঃসরণ ৭ ভাগ কমিয়ে আনতে হবে
- গণ পরিবহনে বিনিয়োগ বাড়াতে হবে
- সাইকেল আরোহীদের জন্য নতুন রাস্তা বানাতে হবে
- হাটা চলার জন্য নতুন রাস্তা বানাতে হবে
- আবাসনে বিনিয়োগ বাড়াতে হবে
- ডাইরেক্ট প্রোভিশন বিলুপ্ত করতে হবে
মিস্টার রায়ান আগামী সপ্তাহে ফিনে গেইল ও ফিনাফলের কাছ থেকে তাদের দাবী দাওয়ার ব্যাপারে প্রতিউত্তর শুনতে চান।
ওবায়দুর রহমান রুহেল
সংক্ষিপ্ত ও অনূদিত আইরিশ মিরর থেকে