কভিড-১৯ মহামারী পরিস্থিতিতে শুধুমাত্র অত্যাবশকীয়/ দরকারী দোকান-পাঠ খোলা আছে যেমন মুদি দোকান, ঔষধ বিতান, জ্বালানী সরবরাহকারী ষ্টেশন ও পরিবহন সেবা।

আইরিশ সরকার লকডাউন পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা বাস্তবায়ন করছে সেখানে আদর্শ সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য সুরক্ষানীতিকে প্রাধান্য দেয়া হচ্ছে।

২২০০ সদস্যের শিল্পগ্রুপ রিটেইল এক্সিলেন্সের সাথে সরকারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন জরুরী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে।

নিম্নোক্ত সম্ভাব্য সুপারিশমালার বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্কুলার জারি করা হবেঃ

  • দোকানের প্রবেশমুখে প্রতিটি ক্রেতার তাপমাত্রা মাপা হবে।
  • কেনাকাটার জন্য আগে যেখানে ঝুড়ি ব্যবহার করা হতো এখন শুধু ট্রলি ব্যবহার করার কথা বলা হয়েছে।
  • বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (PPE)বরাদ্দ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
  • ক্যাশ টাকার বদলে কন্ট্রাকটলেস কার্ড পেমেন্টের কথা বলা হয়েছে।
  • দোকানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাউন্টার ও পন্য ডিসপ্লে সুবিন্যস্ত করা হবে।
  • সকল ক্রেতাকে হাতে গ্লাবস ও মুখে মাস্ক পরিধান করতে হবে।
  • বিক্রেতা/সেবাদানকারী কর্মীকে প্রতি ১ ঘন্টা পর পর হাত ধৌত করতে হবে।
  • প্রতিটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের কাজে যোগদানের পূর্বে তাপমাত্রা মেপে নিতে হবে।

ওবায়দুর রহমান রুহেল
সংক্ষিপ্ত ও অনূদিত আইরিশ টাইমস্ থেকে