আয়ারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী সাইমন হ্যারিস আশা করছেন, চলমান নিষেধাজ্ঞাগুলোর একটি অথবা দুটি অংশ ৫ই মে কিছুটা শিথিল করা হতে পারে। এ সংক্রান্ত একটি পরিকল্পনা ৫ই মে'র পূর্বেই প্রকাশ করা হবে।

সবগুলো নিষেধাজ্ঞা একই সাথে না তুলে পর্যায়ক্রমে চারটি ধাপে তোলা হতে পারে এবং একটি নিষেধাজ্ঞা তোলার পর পরবর্তী নিষেধাজ্ঞাটি ২ থেকে ৩ সপ্তাহ পরে তোলা হতে পারে।

সম্প্রতি আয়ারল্যান্ডে অনেক গুঞ্জন চলছে কোন কোন ধরণের প্রতিষ্ঠানগুলো প্রথমে খোলা হবে, কখন স্কুলগুলো খোলা হবে এবং কখন বয়ষ্ক ব্যাক্তিরা তাদের বাড়ী থেকে বের হতে পারবে এই বিষয়গুলো নিয়ে।

হ্যারিস সাহেব সর্তকতা জারী করে বলেন, "৫ই মে নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে বড় কিছুই হচ্ছে না", তিনি আরো বলেন, "সব কিছু বন্ধ করে দেওয়ার চেয়ে নিষেধাজ্ঞা শিথিল করা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন।"

আজকে সকালে হ্যারিস সাহেব কথা বলেছিলেন আয়ারল্যান্ডের চীফ মেডিকেল অফিসার টনি হলোহানের সাথে। তিনি হলোহান সাহেবকে বলেছেন, "আজকেই যদি নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নিতে হতো তাহলে তিনি নিষেধাজ্ঞা শিথিল না করার বিষয়ে অনড় থাকতেন।" হ্যারিস জানেন তার এই বার্তটি খুবই আত্ননিয়ন্ত্রত এবং কঠিন। তিনি বলেন, "আমরা অন্যান্য কিছু দেশকে দেখেছি যেখানে তারা খুবই দ্রুত কিছু বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করেছিল কিন্তু পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় আবার নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয়।" হতে পারি আমি ভুল, তবে আমি মনে করি কেহই চায় না যে আমরা এমন কিছু করি যা তাদের বা তাদের পরিবারের স্বাস্থ্য ঝুকির মধ্যে পড়ে।


মি: হ্যারিস বলেন, "আমি জানি, সকলে জানতে চায় আমরা কি পরিকল্পনা করছি নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে যখন সব কিছু কিছুটা নিরাপদ এবং আমাদের নিয়ন্ত্রনের মধ্যে আসবে।"

উপরের প্রশ্নের উত্তরে সকলের প্রতি হ্যারিস সাহেব বলেন, "এটা খুবই জটিল, আমাদের এ বিষয়ে কোন নির্দেশিকা নেই কারণ আমরা পূর্বে এই ধরণের কোন পরিস্থীতির স্বীকার হইনি। এই মুহুর্তে আমাদের সামনে রয়েছে অন্যান্য দেশগুলো কি করছে তা দেখা। যদিও প্রতিটি দেশের মহামারীর অবস্থা একই নয়"

নাসির আহামেদ
অনুবাদ করা হয়েছে দি জার্নাল ডট আই ই থেকে