আয়ারল্যান্ডের কাউন্টি ডুনেগালের গীধরে অবস্থিত র‍্যাপিড একশন পেকেজিং (RAP) সারা আয়ারল্যান্ডের জন্য ফেইস মাস্ক তৈরী করছে।

কোম্পানিটি মূলত বিভিন্ন সুপার মার্কেট, সেইন্সবৈড়ি, টেসকো, লিডেল, ওয়েইটরোজ, আলদী এসব সুনামধন্য প্রতিষ্ঠানের জন্য ফুড প্যকেজিং তৈরী করে আসছিল তবে বর্তমান কভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কম্পানিটি প্রথমবারের মতন মিলিয়ন মিলিয়ন ফেইস মাস্ক তৈরী করছে। কোম্পানিটির ২২০ জন কর্মী প্রতি সপ্তাহে ১৫ মিলিয়ন ফুড প্যাকেটিং তৈরী করে যা বিশ্বজুড়ে রপ্তানি করা হয়। কভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে ৬০% অর্ডার কমে গেছে তাই ফুড প্যকেজিং এর পাশাপাশি ফেইস মাস্ক তৈরী করার সীদ্ধান্ত নিয়েছে।

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে ডুনেগাল ডেইলী ডট কম থেকে