আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী (তিশক) লিও ভারাতকার সর্তকতা জারী করে বলেছেন, "লকডাউন এর সময় আরো ২ থেকে ৩ সপ্তাহ বর্ধিত করা হতে পারে যদি সাধারণ জনগন জনস্বাস্থ্য বিধিনিষেধ মেনে না চলেন।"
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে মিঃ ভারাদকার বলেন, মনে হচ্ছে ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হচ্ছে, তবে বিধিনিষেধ লাঘব করার বিষয়টি "আমাদের হাতে"।
তিনি আরো বলেন, "যারা বর্তমান বিধিনিষেধগুলো কয়েক ঘন্টার জন্য ভঙ্গ করছেন অথবা দুপুরেও ভঙ্গ করছেন বা বিকেলেও ভঙ্গ করছেন, তাদেরকে মনে রাখতে হবে বিধিনিষেধ ভঙ্গ করার জন্য লকডাউনের সময় আরো দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বর্ধিত হতে পারে। বিধি নিষেধ কয়েক ঘন্টার জন্য ভঙ্গের ফলাফলও, পরিস্থিতি খারাপের দিকেই নিয়ে যাবে। আমি সকলকে অনুরোধ করব আমার এই বার্তাটি অবশ্যই গ্রহন করতে অন্যথায় আমি আমার আইনগত সকল ক্ষমতা প্রয়োগ করব আইরিশ গার্ডদের ন্যায়।"
ভারাতকার সাহেব বলেন, "আমি কাউকে হুমকি দিচ্ছেনা না অথবা তাদেরকে লাঠিও দেখাচ্ছি না। বিধি নিষেধ মেনে চলাটা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকেই সকলকে বিধি নিষেধ মেনে চলা উচিৎ।"
ভারাতকার সাহেব স্বীকার করেছেন বর্তমানে স্বাস্থ্য কর্মীদের শিশুদের সেবার সুযোগগুলো অপর্যাপ্ত। এই মুহুর্তে স্বাস্থ্য কর্মীদের শিশুদের যারা সেবা দিচ্ছেন তাদের অনেকেই বিধি নিষেধের কারণে বাড়িতে যেতে পারছেন না। বিধি নিষেধের পরবর্তী পর্যায় অর্থাৎ ৫ই মের পর যদি বিধি নিষেধ বর্ধিত করা হয় তাহলে স্বাস্থ্য কর্মীদের শিশু সেবাকারীরা নিজেদের বাড়ীতে যেতে পারবেন।
নাসির আহামেদ
সংক্ষিপ্ত অনূদিত আইরিশ সান থেকে