আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাতকার বলেছেন, "লকডাউন পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা প্রণয়ন করছে সরকার" দীর্ঘদিন লকডাউনের কারণে আয়ারল্যান্ডের অর্থনীতি স্থবির হয়ে আছে। অনেকে বাসার চারদেয়ালের ভিতরে বন্ধি থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।

আগামী ৫ ই মে'র পরে লকডাউন খুলে দেওয়ার বিষয়ে ন্যাশনাল পাবলিক হেলথ ইমারজেন্সী টিমের (NPHET) সাথে সরকারের বৈঠক হয়েছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রতি সপ্তাহে পরিস্থিতির অগ্রগতি ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে চুল-ছেঁড়া বিশ্লেষণ করা হচ্ছে।

আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাতকার গতকাল RTE'র সংবাদ প্রতিনিধির সাথে আলাপকালে লকডাউনের ব্যাপারে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন "সরকার লকডাউন পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা নিয়ে কাজ করছে এবং ৫ ই মে'র পূর্বেই তা জনগণের সম্মুখে তুলে ধরা হবে। অর্থনীতির যেসব খাত আমাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য অত্যাবশকীয় এবং কর্মক্ষেত্রে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম সেগুলো প্রাথমিক ধাপে চালু করা হবে। তিনি লকডাউন খোলে দেয়ার ব্যাপারে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন" শর্তগুলো হলোঃ

  • লকডাউনের পরে যদি আবারও ভাইরাসের বিস্তার ছড়ায় তাহলে হাসপাতালগুলো সেই কঠিন পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রস্তুত আছে কি না তা নিশ্চিত করতে হবে।
  • জার্মানি এবং ডেনমার্ক লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কেমন করছে আয়ারল্যান্ড তা পর্যবেক্ষণ করছে। তাদের লকডাউন পরবর্তী সুরক্ষা নীতি বিশ্লেষণ করা হচ্ছে।
  • স্বাভাবিক জীবনযাপনে ও ব্যবসায়ী কর্মকান্ডে কিভাবে আদর্শ সামাজিক দূরত্ব বজায় রাখা যায় তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, "আমাদের দীর্ঘমেয়াদে আদর্শ সামাজিক দূরত্বে অভ্যস্ত হতে হবে। প্রধানমন্ত্রী গতকাল ৪৪ জন আইরিশ নাগরিকের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেন। আবেগঘন ভালবাসার সুরে তিনি বলেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সংখ্যা শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নেই তারা সকলে আমাদের অন্তর জুড়ে আছেন।"

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে আর টি ই নিউজ থেকে