আইরিশ প্রধান মেডিকেল অফিসার (CMO) টনি হলোহান বলেছেন, "৫৫ ভাগ লোক কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন যদিও আজকে আরো ৪৪ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছে।"
তিনি আরো বলেছেন, "নিষেধাজ্ঞাগুলি ৫ মে তোলা হবে বলে ধরে নেওয়ার কোন কারণ নেই।" গত ২৪ ঘন্টায় আয়ারল্যান্ডে আরো ৪৪ জন মারা গিয়েছে এবং সারা দেশে আরো ৭৩০ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।
চিকিৎসা বিশেজ্ঞরা বলেছেন, "প্রথম প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৫৫ ভাগ লোক অর্থাৎ প্রায় ৯,২৩৩ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছে এর মধ্যে কমিউনিটির মধ্যে বাড়িতে থাকা ৮,৩৭৭ জন্য সুস্থ হয়েছেন এবং ৮৫৬ জন কে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা আমাদের কোন আশার আলো দেখায় না।"
চিফ মেডিকেল অফিসার ডাঃ টনি হোলোহান বলেছেন, "মে মাসে বিধিনিষেধ প্রত্যাহার করা হবে এমন পূর্বাভাস নেওয়া এখনই উচিত নয়।"
ডাক্তার হলোহান আরো বলেছেন, "যদিও উপরের সংখ্যাগুলো আমাদের সাহস যোগায় কিন্তু বৃহদার্থে এটা খুবই উদ্বেগজনক যে প্রত্যেক দিন আয়ারল্যান্ডে কোভিড-১৯ আক্রান্ত রোগির ভর্তির হার অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতন। সংক্রামনের সংখ্যা কমিয়ে আনার জন্য আমরা এই মহামারীটির সাথে আরও অগ্রগতি অর্জনের জন্য বিদ্যমান ব্যবস্থাগুলো চালিয়ে যেতে চাই। কোভিড-১৯ ভাইরাসের সংক্রামনকে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে আসতে চাই যে এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই মুহুর্তে আমরা কোভিড-১৯ নিয়ন্ত্রনের এমন কোন অবস্থায় আসিনি যে আগামী ৫ই মে সকল প্রকার বিধি নিষেধ তুলে নেওয়া হবে বলে নিশ্চয়তা প্রদান করা যায় যদিও উপরের পরিসংখ্যান আমাদের আশার আলো দেখায়।"
নাসির আহামেদ
অনুবাদ করা হয়েছে ব্রেকিং নিউজ ডট কম থেকে