লকডাউন খোলে দেয়ার ব্যাপারে আজ পাবলিক হেলথ ইমারজেন্সী টিমের মিটিং ডাকা হয়েছে। আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

ভাইরাসের বিস্তার ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে। কড়া লকডাউনের যাতাকলে পড়ে আইরিশ জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বিভিন্ন দেশে লকডাউন খোলে দেয়ার জন্য মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। আইরিশ স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান নির্বাহী ডা. টনি হলোহান নিশ্চিত করেছেন যে লকডাউন খোলে দেয়ার সীদ্ধান্ত নিতে আজ পাবলিক হেলথ ইমারজেন্সী টিমের সাথে জরুরী বৈঠকের আয়োজন করা হয়েছে।

মি. হলোহান সেই বৈঠকে বিশেষজ্ঞদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সরকার লকডাউন খোলার ব্যাপারে সীদ্ধান্ত নিবেন।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী গণমাধ্যম কর্মীর এক প্রশ্নের উত্তরে লকডাউন খোলে দেয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি তবে এক মাসের পর্যবেক্ষণ শেষে সীদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বস্ত করেন, আয়ারল্যান্ডে করোনার প্রাদুর্ভাব নিয়ে বিশেষজ্ঞরা যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার চেয়ে অনেক স্বস্তিকর অবস্থানে আছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে আইরিশ পোষ্ট থেকে