আইরিশ পুলিশ (গার্ডা) তাদের ইউনিফর্মে বৈচিত্র নিয়ে আসছে, হিজাব ও পাগড়ি ব্যবহারে আর থাকবে না কোন বাধা। আইরিশ পুলিশ প্রশাসন সীদ্ধান্ত নিয়েছেন এখন থেকে পুলিশের ইউনিফর্মের সাথে হিজাব অথবা পাগড়ি পরিধান করা যাবে।
গত বছর নতুন পুলিশ অফিসার নিয়োগের অনুস্টানে পুলিশ প্রধান এই সীদ্ধান্তের কথা ঘোষণা করেন। জাস্টিস মিনিষ্টার চার্লি ফ্লানাগান নতুন পুলিশ অফিসার নিয়োগের সময় এক বক্তৃতায় বলেন, "আয়ারল্যান্ড বহুজাতিক সাংস্কৃতিকে প্রাধান্য দেয়, পুলিশ বাহিনীতে আমরা বহুজাতির মিলন মেলা দেখতে চাই, বিভিন্ন অভিবাসী নৃগোষ্ঠী থেকে আমরা প্রতিনিধিত্ব চাই, তাই ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান জানিয়ে আমরা মুসলমানদের হিজাব ও শিকদের মাথায় পাগড়ি পরিধানকে পুলিশের পোশাকের অংশ হিসেবে বিবেচনা করছি।"
তিনি আরো বলেন, "আয়ারল্যান্ডে সাধারণ জনগণক ও পুলিশের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ, কেউ যেন কখনো মনে না করে যে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, এজন্যই পুলিশ বিভাগ এ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে আমরা আইরিশ পুলিশ (গার্ডা) বিভাগে অধিক হারে অভিবাসীদের নিয়োগ দিতে চাই।"
ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে দি র্জানাল ডট আই ই থেকে