আমরা প্রায়ই শুনি পুলিশ অবৈধ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করেছে কিন্তু অনেকের মনেই প্রশ্ন থেকে যায় এসব টাকা পয়সা ও জিনিসপত্র পুলিশ প্রশাসন পরবর্তীতে কি করে?

গত শনিবারও আইরিশ পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইউনিট কর্ক থেকে ১ লক্ষ ২৫ হাজার ইউরো মূল্যমানের কোকেইন জব্দ করেছে। ধৃত অপরাধীকে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে কিন্তু কি হবে জব্দকৃত কোকেইনের? গতকাল এক সংবাদ সম্মেলনে আইরিশ পুলিশের গোয়েন্দা বিভাগ এসব প্রশ্নের উত্তর দেন।

পুলিশের ভাষ্যমতে, "জব্দকৃত মাদকদ্রব্য যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা মামলার তদন্তকার্য সম্পাদনের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। মূল্যবান জিনিসপত্র যেমন: আসবাবপত্র, জুয়েলারী নিলামে বিক্রি করে প্রান্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়।

এছাড়াও হারানো নগদ অর্থ যেগুলো জাল নোট নয় পরবর্তীতে কেউ সন্ধান না করলে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়। বিভিন্ন সময় আটককৃত গাড়ি যেগুলোর মালিক আর খোঁজ খবর নিতে আসেননা সেগুলো রাস্তায় চলার অনুপযোগী হলে ভেঙ্গে ফেলা হয় আর চলাচল উপযোগী হলে নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে নগদ অর্থ জমা রাখা হয়।"

 

ওবায়দুর রহমান রুহেল
অনুবাদ করা হয়েছে কর্ক বিও আয়ারল্যান্ড থেকে