স্বভাবতই আইরিশরা অন্যান্য জাতির তুলনায় একটু বেশি মদ্যপান করে থাকে। বিশেষ কোন উৎসবে, যেমন ফুটবল খেলায় হারলেও মদ্যপান আবার জিতলেও মদ্যপান তাদের করতেই হবে।

এক সমীক্ষায় দেখা গেছে আয়ারল্যান্ডে, ২০১৯ সালের এপ্রিল মাসের এই সপ্তাহে যে পরিমান এ্যালকোহল বিক্রি হয়েছিল, ২০২০ সালের এপ্রিল মাসের এই সপ্তাহে তার চেয়ে ৫৮ ভাগ বেশি এ্যালকোহল বিক্রি হয়েছে। যদিও কভিড-১৯ লকডাউনের কারণে সকল পানশালা এখন পর্যন্ত বন্ধ রয়েছে।

খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী, "এই বিক্রির সব অংশই হয়েছে অফ লাইসেন্স এবং ছোট বড় সুপার মার্কেট থেকে।"

যুক্তরাজ্যে এক সমীক্ষায় দেখা গেছে যে ২০ ভাগ লোক বলছে, কভিড-১৯ লকডাউন শুরু হওয়ার পর থেকে তারা বেশি মদ্যপান করছেন।

অ্যালকোহল অ্যাকশন আয়ারল্যান্ড নামক প্রতিষ্ঠানটি থেকে ইউনান ম্যাককিনি বলেছেন, "স্পষ্টতই সকল পানশালা ও লাইসেন্সধারী প্রাঙ্গণগুলি বন্ধ রয়েছে, এটি অনিবার্য ছিল যে বিক্রি কিছুটা বাড়বে কিন্তু ৫৮ ভাগ বেশি বিক্রি অবশ্যই প্রত্যাশার চেয়ে বেশি"

নাসির আহামেদ