স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, "সপ্তাহে একদিন স্কুল খুলে দেওয়া হতে পারে" দেশের চলমান লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ইতিমধ্যে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা বাতিল করা হয়েছে, লিভিং সার্টিফিকেট পরীক্ষা পেছানো হয়েছে, হতে পারে আগস্ট অথবা সেপ্টেম্বরে।
এতদিন শিক্ষামন্ত্রী জো মিক'হিউগ তার মন্ত্রণালয়ের ব্যাপারে ব্রিফিং দিচ্ছিলেন কিন্তু স্কুল কলেজ কখন খুলে দেওয়া হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি, কেননা এটা পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সীদ্ধান্ত। তারা যখন মনে করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে তখন সরকার তাদের পরামর্শ মতে জনসাধারণের চলাচলে যে করাকরি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল তা শিথিল করা হবে।
অবশেষে স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস গতকাল এক প্রশ্ন উত্তর পর্বে লকডাউন ও সোশাল ডিস্টেন্সের ব্যাপারে মুখ খোলেন।
মিস্টার হ্যারিস বলেন, "সাপ্তাহে একদিন স্কুল কলেজ খোলার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। যদি তা কার্যকর হয় তাহলে নিয়ন্ত্রিত চলাফেরা শিথিলিকরণে এটাই হবে সরকারের প্রথম পদক্ষেপ, তবে পানশালা বা পাব খুলে দেওয়ার ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, যতক্ষণ পর্যন্ত করোনার টীকা (ভ্যাকসিন) আবিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত পাবগুলো খোলার কোন সম্ভাবনা নেই।"
এছাড়াও মন্ত্রী GAA ম্যাচ ও বিভিন্ন উৎসবে লোক সমাগমের ব্যাপারে সরকারি সীদ্ধান্ত অচিরেই জানিয়ে দেয়া হবে বলে নিশ্চিত করেন।
ওবায়দুর রহমান রুহেল
সূত্র ডুনেগাল ডেইলী