আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী সাইমন কভনি বলেছেন, "সোশাল মিয়িাতে ছড়িয়ে পড়া মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনমনে আতংক ছড়ানো হচ্ছে।"
করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে দেশে লক ডাউন চলছে, অনেকেই দিনের বেশিভাগ সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। প্রতিদিন ফেইসবুক ব্যবহারকারীরা অসংখ্য পোষ্ট দিচ্ছেন যার অধিকাংশই ভুল তথ্য ও মনগড়া উপদেশে ভরা। আবার অনেকে হাসি ঠাট্টার ছলে বিভিন্ন বিভ্রান্তিকর পোষ্ট দিয়ে যাচ্ছেন। দুঃখজনক হলেও সত্য বৈশ্বিক মহামারীতে দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা গুজব। এই গুজবের বিষয়টি এড়িয়ে যায়নি জাতিসংঘেরও।
তাইতো মহাসচিব এন্থোনীয় গুতেরাস ১৪ ই এপ্রিল এক বিবৃতিতে বলেন, "দেশে দেশে ছড়িয়ে পড়া গুজব করোনা নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এই গুজব জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।"
তিনি আরো বলেন. "প্রতিটি দেশের সাইবার ক্রাইম প্রতিরোধ ইউনিটকে আরো সক্রিয় হতে হবে, এধরণের অপরাধ থেকে মানুষকে বিরত রাখতে হবে।"
আইরিশ পররাষ্ট্র মন্ত্রী সাইমন কভনি জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলেন, "আয়ারল্যান্ডেও গুজব ছড়িয়ে পড়ছে, অনেকেই আমার এবং চীফ মেডিক্যাল অফিসারের স্বাক্ষর সংবলিত বানোয়াট অফিশিয়াল নির্দেশনা ফেইসবুকে পোষ্ট দিচ্ছেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন অফিশিয়াল চিঠি পেয়েছেন সেখানে বলা হয়েছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, কিন্তু সেগুলো মিথ্যে ও বানোয়াট, এছাড়াও অনেকে বিভিন্ন বানোয়াট তথ্য দিয়ে নিউজ ফিডে জটলা পাকাচ্ছেন।"
মিষ্টার কভনি সবাইকে সতর্ক করে বলেন, "সাইবার নিরাপত্তা আইনে ক্রিমিনালের খাতায় নাম লিখাতে না চাইলে এসব গুজব প্রচার থেকে সবাইকে বিরত থাকুন।"
সংক্ষিপ্ত ও অনূদিত, ওবায়দুর রহমান রুহেল
ব্রেকিং নিউজ ডট আই ই