২০১৯ সালে সর্বমোট ১২২ জন টেক্সি ড্রাইভার লাইসেন্স বিহীন টেক্সি চালানোর দায়ে অভিযুক্ত হয়েছেন এবং তাদেরকে ফৌজদারী আইনের আওতায় আনা হয়েছে।

তাদের spsv ড্রাইভার লাইসেন্স অথবা vehicle লাইসেন্স কোনটাই ছিল না অথবা তারা লাইসেন্স বিহীন টেক্সী চালিয়েছেন।

তথ্য স্বাধীনতা আইনের আওতায় প্রকাশিত বিশদ মতে, ২০১৮ সালে অভিযুক্তের সংখ্যাটি ছিল ১৭৮।

ন্যাশনাল টেক্সি ড্রাইভারর্স ইউনিয়নের প্রাক্তন সভাপতি ভিনি কির্নস্ দাবি করেছেন, "অনেক অবৈধ ট্যাক্সি ড্রাইভার ফৌজদারি শাস্তি থেকে বেচেঁ যাচ্ছে।"

তিনি বিশ্বাস করেন, উপরের পরিসংখ্যানটি সত্য নয় কারণ আমাদের পর্যাপ্ত পুলিশ অফিসার নেই এবং আমরা রাস্তায় পর্যাপ্ত পুলিশ অফিসার প্রয়োগ করতে পারি নাই তাই সকল অবৈধ ড্রাইভারদেরকে ধরা সম্ভব হয়নি।

তিনি আরো উল্লেখ করেণ, শুক্রবার ও শনিবার অবৈধ টেক্সি ড্রাইভাদের সংখ্যা অনেক বেশি যদিও আইন প্রয়োগকারী সংস্থার স্বল্পতা থাকার কারণে তাদের ধরা সম্ভব হয় না।

তথ্যসূত্রঃ ব্রেকিং নিউজ ডট আই ই
নাসির আহামেদ