করোনা পরিস্থিতিতে সংকটের মুখে পড়েছে ডাবলিনের ফায়ার সার্ভিস। জরুরী সেবা প্রদানকারী সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থাটির অনেক কর্মী আইসোলেশনে আছেন, অনেকে করোনা টেষ্টের জন অপেক্ষমান আছেন, ১১ জন ইতিমধ্যে কভিড-১৯ পজেটিভ বলে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

৮৫ জন কর্মী আইসোলেশনে আছেন যা ডাবলিনের মোট ফায়ার সার্ভিস কর্মীর প্রায় ৮-১০% ভাগ। তবে আশার বার্তা হলো অনেক ফায়ার সার্ভিস কর্মীরা সুস্থ হয়ে কাজে যোগ দিচ্ছেন ক্নিতু এখনো প্রায় ৮% কর্মীর সংকট রয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস কেলী গতকাল গণমাধ্যমে এসব তথ্য উপস্থাপন করেন। আয়ারল্যান্ডে করোনা পরিস্থিতি শুরু হবার পর গত মার্চ মাসে ফায়ার সার্ভিসের জরুরী ফোন কল গত বছরের তুলনায় এই সময়ে ২১ ভাগ বৃদ্ধি পেয়েছে। মি. কেলী দৃঢ় সংকল্পে বলেন, পরিস্থিতি যতই কঠিন হউক না কেন, সীমিত কর্মী নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

সংক্ষিপ্ত ও অনূদিত, ওবায়দুর রহমান রুহেল
আইরিশ সেন্ট্রাল ডট কম