করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আয়ারল্যান্ডের জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে।

অধিকাংশ মানুষ'ই বাসায় গৃহবন্দী, রাস্তা ফাঁকা, গাড়ির ভীর নেই বললেই চলে এমতাবস্থায় ইন্সুইরেন্স কোম্পানীগুলোর উচিৎ গ্রাহকের প্রিমিয়ামের টাকায় ছাড় দেওয়া। ইন্সুইরেন্স কোম্পানীগুলোর উচিৎ নৈতিক দায়বদ্ধতা থেকে এটা করা। গত কাল দুপুরে এক ভার্চুয়াল সম্মেলনে যোগদানের সময় অর্থমন্ত্রী পাসক্যাল ডনোহো এসব কথা বলেন। তিনি আরো বলেন, "ইন্সুইরেন্স লবী গ্রুপ অব আয়ারল্যান্ডের অনেক সুনাম আছে, ইন্সুইরেন্স সেক্টর খুবই লাভজনক, গত ১ বছরে তা ব্যাপক সফলতা দেখিয়েছে এবং গ্রাহকের ক্ষতিপূরণ বাবদ যে ক্লেইম বা দাবী তা অনেকটা হ্রাস পেয়েছে। এই সেক্টরের সুনাম রক্ষা করতে হলে গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। দেশে বিরাজমান জরুরী অবস্থা সব কিছু স্থবির করে দিয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনেকের ব্যবসায়ী ইন্সুইরেন্স আছে কিন্তু পৃথিবীর কোন ইন্সুইরেন্স কোম্পানী'ই মহামারীকে তাদের পলিসির ভেতরে রাখেনি, আয়ারল্যান্ডেও তার ব্যতিক্রম নয়। তবে মানবিক দিক বিবেচনা করে ইন্সুরেন্স কোম্পানীগুলো কিছু যুগান্তকারী পদক্ষেপ নিলে সাধারণ জনমনে কিছুটা স্বস্থি ফিরে আসবে।"

সংক্ষিপ্ত ও অনূদিত, ওবায়দুর রহমান রুহেল
সূত্র আইরিশ টাইমস্