কোভিড-১৯ প্যানডেমিক পরিস্থিতে আয়ারল্যান্ডে অবস্থিত আনডকুমেন্টেট লোকদের সার্বজনীন ভূমিকার কথা উল্লেখ করে সম্প্রতি "মাইগ্রান্ট রাইট সেন্টার, আয়ারল্যান্ড" আইরিশ সরকারের নিকট আয়ারল্যান্ডে অবস্থিত সকল অবৈধদেরকে বৈধ করার জন্য একটি চিঠি পাঠায়।
উক্ত চিঠিটির আংশিক বাংলা অনুবাদ এখানে তুলে ধরা হলোঃ
সম্মানিত মহোদয়,
কভিড-১৯ মহামারী পরিস্থিতি আমাদের বুঝিয়ে দিল যে আমরা একে অন্যের উপর নির্ভরশীল। এদেশে বসবাসরত সকল অভিবাসন প্রত্যাশী জাতীয় দূর্যোগের মুহূর্তে স্থানীয় আইরিশদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন। অনেকে সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কভিড-১৯ রোগীর সেবা সুশ্রুষা করছেন। তারা এমন সব বিভাগে কাজ করছেন যেখানে আয়ারল্যান্ডের অর্থনীতির চাকা ঘুরাতে লোকবল দরকার, যেমন বয়স্কদের দেখাশোনা, স্বাস্থ্যসেবা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য সুপার মার্কেট, পরিছন্নতা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, কৃষি ও চাষাবাদ।
দেশের নাগরিক সমাজ, ব্যবসায়ী, পেশাজীবী ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিবাসীদের নিয়মিতকরণে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
আমরা সবাই যেহেতু অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, যে যে যার যার অবস্থান থেকে একে অন্যেকে সাহায্য সহযোগিতা করছি, অভিবাসন প্রত্যাশীরা একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে তারাও তাদের অবস্থান থেকে অন্যতম ভূমিকা পালন করছে। কিন্তু তারা এখনো রয়ে যাচ্ছে স্বীকৃতির বাহিরে। নতুন সরকারের কর্মপরিকল্পনায় সুস্পষ্ট দিক নির্দেশনাসহ গুরুত্বের সাথে বিবেচনা করা হউক অভিবাসন প্রত্যাশী কর্মক্ষম এসব মানুষ ও তাদের পরিবারের জন্য।
"মাইগ্রান্ট রাইট সেন্টার, আয়ারল্যান্ড" এর অনুরোধকে নিন্মেক্তে ব্যাক্তি ও প্রতিষ্ঠানগুলোও সমর্থন জানায়ঃ
- পাট্রিক কনোলি, সিইও - এইজ একশন।
- লিয়াম ও'সিলিভান, সিইও - কেয়ার এলায়েন্স আয়ারল্যান্ড।
- ইয়ান টালবট, সিও - চেম্বার আয়ারল্যান্ড।
- তানইয়া ওয়ার্ড, সিও - সিল্ড্রেন রাইট এলায়েন্স।
- আন ইরউওইন, ন্যাশনাল কো-অর্ডিনেটর কমিউনিটি ওয়ার্ক আয়ারল্যান্ড।
- জন লেনন, ডাইরেক্টর, ডরাস।
- জন ডানস, সিইও - ফ্যামিলি কেয়ারস আয়ারল্যান্ড।
- ব্রায়ান কিলোরান, সিইও - ইমিগ্রান্ট কাউন্সিল অব আয়ারল্যান্ড।
- পাট্রিসিয়া কিং, জেনারেল সেক্রেটারি - আইরিশ কংগ্রেস অব ট্রেড ইউনিয়ন।
- লিয়াম হিরিক, সিও - আইরিশ কাউন্সিল অব লিবার্টিস
- শেইন ও'কারী, ডাইরেক্টর - আইরিশ নেটওয়ার্ক এগেইনস্ট রেসিজম।
- নিক হেনডার্সন, সিইও - আইরিশ রিফিউজি কাউন্সিল।
- টিয়ানাশি পটসো, জাস্টিস ফর আনডকোমেন্টেড।
- জন ডাগলাস, জেনারেল সেক্রেটারি - মেন্ডেইট ট্রেড ইউনিয়ন।
- ইডেল মে'ক গিনলী, ডাইরেক্টর, মাইগ্রান্ট রাইট সেন্টার আয়ারল্যান্ড।
- বুলেলানি মাকো, মুভমেন্ট অব এসাইল্যাম সিকার আয়ারল্যান্ড।
- ফিওনা ফিন, সিইও নাচসি,দ্যা মাইগ্রান্ট এন্ড রিফিউজি রাইট সেন্টার।
- অর্লা ও'কনর, ডাইরেক্টর, ন্যাশনাল উইম্যান কাউন্সিল অব আয়ারল্যান্ড।
- মেরী কানিংহাম, সিইও,ন্যাশনাল ইউথ কাউন্সিল অব আয়ারল্যান্ড।
- আড্রিয়ান কুমিনস, সিইও রেস্টুরেন্টে এসোশিয়েশন অব আয়ারল্যান্ড।
- ইথেল বুকলী, ডেপুটি জেনারেল সেক্রেটারি সিপটু
- লর্ণা ফিটজপাট্রিক্স, প্রেসিডেন্ট, ইউনিয়ন অব স্টুডেন্ট ইন আয়ারল্যান্ড।
অনূদিত
ওবায়দুর রহমান রুহেল
সূত্রঃ মাইগ্রান্ট রাইট সেন্টার, আয়ারল্যান্ড