ডাবলিন পুলিশ গত সপ্তাহে ক্লনসিলা এলাকা থেকে নিখোঁজ হওয়া রবিন হার্টি নামের ১৭ বছর বয়সের কিশোরীর সন্ধানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আয়ারল্যান্ডের সকল পুলিশ ষ্টেশনগুলোতে কিশোরীর ছবি পাঠানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিখোঁজ কিশোরীর দৈহিক গঠনের বর্ণায় বলা হয়েছে তার গড় উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, হালকা পাতলা গড়ন। যদি কোন সুহ্নদয়বান ব্যক্তি কিশোরীটির সন্ধান পান তাহলে ব্লাঞ্চার্ডসটাউন গার্ডা ষ্টেশনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
ফোন: ০১ ৬৬৬ ৭০০০
কনফিডেনসিয়াল লাইন: ১৮০০ ৬৬৬ ১১১
অথবা যেকোনো পুলিশ ষ্টেশনে ফোন দিয়েও জানানো যাবে।
মনিরুজ্জামান মানিক