আজ সকাল ১০ ঘটিকায় আয়ারল্যাণ্ড-এর কাউন্টি কর্কে হ্যারিসন প্লেস এর এক বাড়ি থেকে আট বছর বয়সী একটি ছেলের মৃত দেহ উদ্ধার করা হয়। গার্ডা এ ব্যপারে তদন্ত শুরু করেছে। গার্ডা বলেন "তদন্তের জন্য ঐ স্থানটি সিল করা হয়েছে এবং সংরক্ষিত করা হয়েছে" এখনও পর্যন্ত এই মৃত দেহের ব্যপারে কোন অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি।
মনিরুজ্জামান মানিক - বার্তা সম্পাদক
তথ্যসূত্রঃ www.herald.ie