গতকাল ২৬ আগষ্ট আয়ারল্যান্ডে ডাবলিন গ্রান্ড ক্যানাল স্কায়ার-এ টল শীপ ফ্যাস্টিভাল ২০১২ সম্পন্ন হয়। ডাবলিন সিটি কাউন্সিলের উদ্দ্যেগে ১৪ বছর পর গত ২৩ আগষ্ট আয়ারল্যান্ডে এই টল শীপ রেস ফ্যাস্টিভাল শুরু হয়।
টল শীপ রেস ফ্যাস্টিভাল এর উদ্বোধন করেন ডাবলিন সিটির সম্মানিত লর্ড মেয়র মিঃ নাউয়েস ও'মুইরি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ, ক্রিড়া ও পর্যাটন মন্ত্রী মিঃ লিও, টল শীপ ফ্যাস্টিভাল চেয়ারম্যান মিঃ নাট সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। এই ফ্যাস্টিভাল-এ প্রায় এক মিলিয়ন-এর ও বেশি লোকের সমাগম হয়। চার দিনের এই টল শীপ রেস ফেস্টিভালে অংশ গ্রহন করেন আয়ারল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানী, পর্তুগাল, ইংল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ইতালী, চীন, জাপান, কোরিয়া সহ বিশ্বের ৫০টির ও অধিক দেশ। শীপগুলোতে বিনামূল্যে আরোহনের সুবিধা ছিল। শত শত অস্থায়ী রকমারী স্টল, শিশুদের ফান ফেয়ার, সারাদিনব্যাপী বুলমার্স লাইভ কনসার্ট, টল শীপ ক্রুদের প্যারেড, বিভিন্ন রকম বিনোদন ধর্মী অনুষ্ঠান ছিল নজর কাড়ার মত।
এ, কে, আজাদ – বার্তা সম্পাদক